ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাকার শ্রমজীবীদের কিডনি বিক্রি ভারতে

২০২৪ মে ১২ ১৬:০৮:৫৯
ঢাকার শ্রমজীবীদের কিডনি বিক্রি ভারতে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে ভারতে কিডনি বিক্রির চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রুবিন নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন এসব তথ্য জানান।

গেপ্তার ব্যক্তিদের পার্শ্ববর্তী দেশের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি চক্রের সঙ্গে যোগসাজস ছিল জানিয়ে তিনি বলেন, তারা এ পর্যন্ত ১০ জনকে ভারতে নেওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

তিনি জানান, শুরুতে বিদেশে চাকরির কথা বলে শ্রমজীবীদের নেওয়া হতো। পরে নানা প্রলোভনেও কিডনি বেচতে রাজি না হলে, বাধ্য করা হতো নানা কৌশলে। মূল্য হিসেবে দেয়া হতো ৩ থেকে ৫ লাখ টাকা।

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে