ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিল ভারত

২০২৪ মে ১১ ১২:২৫:২০
মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপ থেকে ভারত তাদের সব সেনা প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্টের মুখপাত্র। দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জুর দেওয়া ডেডলাইন ১০ মের আগেই শুক্রবার নয়াদিল্লি তাদের সব সেনা সরিয়ে নিল। খবর এএফপির

প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ ভারতীয় সেনার তৃতীয় ও শেষ ব্যাচ শুক্রবার দ্বীপপুঞ্জ ত্যাগ করেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

এর আগে ভারতীয় ও মালদ্বীপের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে আরও ৫১ সেনা মালদ্বীপ ছেড়েছেন। চীনপন্থি নতুন প্রেসিডেন্ট মুইজ্জু নির্বাচিত হওয়ার পর থেকেই ভারতকে তাঁর দেশে থাকা সেনা প্রত্যাহারের তাগিদ দিয়ে আসছিলেন। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল ভারতীয় সেনা প্রত্যাহার।

এদিকে বৃহস্পতিবার দিল্লি সফরে এসেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির। মন্ত্রী হিসেবে প্রথম ভারত সফরে এসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর দেশের কয়েকজন মন্ত্রীর মন্তব্য কোনোভাবেই সরকারি মনোভাব ছিল না।

অবাঞ্ছিত মন্তব্য ও আচরণ যাতে সম্পর্কহানির কারণ না হয়, সে জন্য সরকারের সচেষ্ট থাকার কথা জানান তিনি।

শেয়ারনিউজ, ১১ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে