ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

২০০ নম্বরের পরীক্ষায় ২১২ পেল শিক্ষার্থী!

২০২৪ মে ০৭ ২১:৪৩:১৪
২০০ নম্বরের পরীক্ষায় ২১২ পেল শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : ২০০ নম্বরের পরীক্ষায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ কত পেতে পারে? এর উত্তর হচ্ছে, সে সর্বোচ্চ ২০০ পেতে পারে। এর বেশি পাওয়া কোনোভাবেই সম্ভব নয়।

কিন্তু ভারতের গুজরাটে চতুর্থ শ্রেণির (ফোর্থ গ্রেড) এক শিক্ষার্থী এক বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষায় পেয়েছে ২১২। ২০০ নম্বরের আরেকটি বিষয়ের পরীক্ষায় সে পেয়েছে ২১১!

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গুজরাটের দাহুদ জেলার একটি স্কুলের এই ঘটনা অনাকাঙ্ক্ষিত ভুল বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকে শিক্ষা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলছেন। এছাড়া, সামাজি যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি চতুর্থ শ্রেণির পরীক্ষার রেজাল্ট শিট হাতে পায় ভানশিবেন মণীশভাই। সে রেজাল্ট শিট দেখে তাজ্জব বনে যায়।

রেজাল্ট শিটে দেখা যায়, ২০০ নম্বরের গুজরাটি বিষয়ে সে পেয়েছে ২১১! আর গণিতে স্মরণকালের সেরা রেজাল্ট করেছে সে, ২০০ নম্বরের মধ্যে পেয়েছে ২১২!

এই ফল পেয়ে দ্রুত বাবা–মাকে জানায় ভানশিবেন মণীশভাই। এরপর এই নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ব্যাপারটি সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত গড়ালে শুরু হয় আলোচনা-সমালোচনার বন্যা।

পরে জানা যায় রেজাল্ট শিট বানানোর সময় ভুল হয়েছে। পরে তা ঠিক করে দেওয়া হয়। আসলে গুজরাটি বিষয়ে সে পেয়েছিল ১৯১ এবং গণিতে পেয়েছিল ১৯০। বাকি বিষয়ের রেজাল্ট ঠিকই ছিল।

এই ঘটনার সঠিক কারণ বের করতে তদন্ত শুরু করেছে স্থানীয় জেলা শিক্ষা বিভাগ।

শেয়ারনিউজ, ৭ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে