ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ওআইসির

২০২৪ মে ০৬ ১৪:১৩:৪১
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ওআইসির

আন্তর্জাতিক ডেস্ক :অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা ও সমালোচনা করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

একই সময়ে ৫৭টি মুসলিম দেশের সংগঠনটি এই অপরাধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

গাম্বিয়ার রাজধানী বানজুলে ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনের শেষে গৃহীত একটি প্রস্তাবে এই আহ্বান জানানো হয়।

গত ৪ ও ৫ মে বানজুলে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলন সংস্থাটি বলেছে, গাজায় অপরাধ ও গণহত্যা বন্ধ করতে ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। কারণ ইসরাইল বিভিন্ন দেশের অস্ত্র ব্যবহার করে গাজায় গণহত্যা চালাতে উৎসাহিত হচ্ছে।

এটি ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েল চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটাতে তেল আবিবের উপর নিষেধাজ্ঞা আরোপ সহ আইনি চাপ প্রয়োগের প্রচেষ্টা বাড়ানোর জন্য সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছে।

এছাড়াও, ওআইসি গাজা উপত্যকায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

শেয়ারনিউজ, ০৬ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে