ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

অন্ধ হতে বসেছেন স্বামী রাঘব, পাশে নেই পরিণীতি!

২০২৪ মে ০৪ ২০:১৪:১২
অন্ধ হতে বসেছেন স্বামী রাঘব, পাশে নেই পরিণীতি!

বিনোদন ডেস্ক: বিয়ের আগে এবং বিয়ের পরে যে রাঘবের নাম জপেই দিন কাটত পরিণীতির, সেই রাঘবের খারাপ সময়েই, পাশে থাকবেন না তিনি! গোটা বলিউড এখন এই গুঞ্জনেই মত্ত।

রেটিনায় ছিদ্রের কারণে চোখে অপারেশন করাতে হয়েছিল আপ নেতা রাঘব চাড্ডার। জানা গেছে, রাঘবের চোখের অপারেশন সফল হয়েছে। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে লন্ডনেই বেড রেস্টে আছেন তিনি। চিকিৎসকরা অনুমতি দিলেই তিনি ভারতে ফিরবেন।

এদিকে, ‘চমকিলা’ ছবির প্রচারে ব্যস্ত থাকলেও লন্ডনে যাওয়া আসা করছেন পরিণীতি। এমনকী, ফোনও খোঁজ রাখছেন তাঁর। তবে সব সময় পাশে থাকাটা আপাতত হচ্ছে না পরিণীতির।

তবে জানা গেছে, শীঘ্রই লন্ডনে পৌঁছে রাঘবের সঙ্গে সময় কাটাবেন পরিণীতি। তাই বলিউডের গুঞ্জনকে খুব একটা পাত্তা দিচ্ছেন চোপড়া ও চাড্ডা পরিবার।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রবিবাসরীয় গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া।

‘আম আদমি’ সাংসদের সঙ্গে বলিউড অভিনেত্রীর হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান নিয়ে দেশজুড়ে কম চর্চা হয়নি।

শেয়ারনিউজ, ০৪ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে