ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

লন্ডনে জেমসের শো, উপস্থাপনায় জায়েদ খান

২০২৪ মে ০৪ ১৫:৫০:৪৭
লন্ডনে জেমসের শো, উপস্থাপনায় জায়েদ খান

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের লন্ডনে দুটি শো করতে যাচ্ছেন ‘নগরবাউল’ খ্যাত মাহফুজ আনাম জেমস। ‘বাংলাদেশ ফেস্টিভাল’ নামের শো দুটি অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ মে।

জেমস ছাড়াও সেখানে বাংলাদেশ থেকে গান পরিবেশন করবেন কনকচাঁপা, সাব্বির জামান, প্রীতম হাসান, দোলাসহ অনেকে।

শো দুটি উপস্থাপনা করবেন অভিনেতা জায়েদ খান। তিনি বলেন, ‘তারকাখচিত শোটির অপেক্ষায় আছি। দেশের বাইরে আগে কখনো উপস্থাপনা করিনি। নিশ্চয়ই দারুণ এক অভিজ্ঞতা হবে। আমি অপেক্ষায় আছি সেই মাহেন্দ্রক্ষণের।’

শিল্পী জেমসের শো করার বিষয়ে তাঁর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘আমরা এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছি। সেখানে থাকব কিছুদিন। শো দুটি করার পর হয়তো ২৮ মে দেশে ফিরব। আশা করছি, বরাবরের মতো সফল একটি আয়োজন হবে।

শেয়ারনিউজ, ০৪ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে