ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভিসা নীতি সংশোধন: বিদেশিদের ভিসা প্রদানে কঠোর হচ্ছে সরকার

২০২৪ এপ্রিল ০৯ ১১:০০:৪৭
ভিসা নীতি সংশোধন: বিদেশিদের ভিসা প্রদানে কঠোর হচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক : ওয়ার্ক পারমিট না নিয়ে হাজার হাজার বিদেশি নাগরিক কোনো বাধা ছাড়াই বাংলাদেশে কাজ করছেন। অনেকে আবার প্রতারণা ও আর্থিক অপরাধে জড়িয়ে পড়ছে।

দেশে প্রবেশের পর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও বছরের পর বছর ধরে অবৈধভাবে থাকে। ভিসার শ্রেণি পরিবর্তনের সুযোগ নিয়ে অবস্থান করছেন এমন বিদেশিদের সংখ্যাও কম নয়।

এ পরিস্থিতিতে অবৈধ অবস্থান ঠেকাতে বিদেশিদের ভিসা প্রদানে কঠোর হচ্ছে সরকার। এ জন্য বিদ্যমান ভিসা নীতিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে।

ভিসা নীতিমালা সংশোধনের কাজটি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

এ বিষয়ে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহানারা খাতুন গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত ২০০৬ সালের ভিসা নীতিমালাতেই চলছে। এই নীতিমালায় সংশোধনী চূড়ান্ত হয়েছে। এখন তা আনুষ্ঠানিকভাবে কার্যকর করার অপেক্ষায়।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ সংশোধিত ভিসা নীতিমালা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কার্যকর না করা হলেও অনেক ক্ষেত্রেই তা প্রয়োগ করা হচ্ছে।

শেয়ারনিউজ, ০৯ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে