ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

জেলায় জেলায় চুরি করে বেড়াতেন ননদ ভাবি

২০২৪ এপ্রিল ০৬ ১৯:৩৯:৪৩
জেলায় জেলায় চুরি করে বেড়াতেন ননদ ভাবি

নিজস্ব প্রতিবেদক : মাত্র ৩ মিনিটের মধ্যে চুরি করে সটকে পড়ে দুই নারী। পরে শুক্রবার (০৫ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে ওই চোরচক্রটিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২ এপ্রিল রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকার একটি ফ্লাটে চুরির ঘটনাটি ঘটে। এই চুরি ঘটনাটি রেকর্ড হয় সিসিটিভি ক্যামেরায়। পরে তাদের বাসা থেকে চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সিসিটিভির ভিডিও ক্লিপে দেখা যায়, লিফট থেকে নেমে আসেন শিশুসহ দুই নারী। এরপর সামনের দরজার খুলে ভিতরে যায় শিশুটি। পেছনে ঢোকেন এক নারী। এরপর বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যান তারা।

এর কিছু সময় পর আবার ওই ফ্লাটের সামনে আসেন তারা। প্রথমে শিশুটি রুমে ঢুকে নিশ্চিত হয় যে রুমে কেউ নেই। এরপর তার পেছনে ঢুকে পড়েন এক নারী। বাইরে পাহারা দেন আরেকজন। মাত্র দুই-আড়াই মিনিটের মধ্যে চুরি করে সটকে পড়েন তারা।

জানা গেছে, চোরচক্রের মূলহোতা সেলিনা নামের এক নারী। তার সহযোগী তার ভাইয়ের স্ত্রী নুপুর এবং নুপুরের ছেলে। চুরির কাজে সহায়তা করেন তাদের সেলিনা ও নুপুরের স্বামী।

পুলিশ জানিয়েছে, শুধু রাজধানী নয় কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় চুরি করে বেড়াতেন এই ননদ-ভাবি চক্র।

শেয়ারনিউজ, ০৬ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে