ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘তিন মাস সময় দিলাম, উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত হবে না’

২০২৪ মার্চ ২৫ ১৬:১৫:৫১
‘তিন মাস সময় দিলাম, উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত হবে না’

নিজস্ব প্রতিবেদক : অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, আমাদের কাজ হলো সরকারি প্রকল্পে বরাদ্দকৃত অর্থ ঠিকভাবে ব্যয় হচ্ছে কি–না সেটা তদারকি করা। প্রকল্পের কাজে যাতে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি না হয়। কাজের সঠিক মান যেন যথাযথভাবে বজায় রাখা হয়। সেই বিষয়টি মাথায় রেখে জনগণের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমি বেড়িবাঁধ পরিদর্শনে এসেছি।

শনিবার (২৩ মার্চ) বিকেল ৪টায় আনোয়ারায় রায়পুর ইউনিয়নের পরুয়া পাড়ায় বেড়িবাঁধের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মুহাম্মদ ফখরুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।

ওয়াসিকা আয়শা খান বলেন, কাজের অগ্রগতির জন্য তিনমাস সময় দিচ্ছি, উন্নয়ন কাজে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। সরকারের টাকায় কাজ হচ্ছে, কাজে অনিয়ম হচ্ছে কিনা এটা দেখার জন্য জনপ্রতিনিধি এবং জনগণ উভয়ের দায়িত্ব সমান।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, ২০১৬ সালের দিকে বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। কিন্তু এতদিনেও যে পরিমাণ কাজে অগ্রগতি হওয়া দরকার তা হয়নি। বর্তমানে যেসব কাজ চলমান রয়েছে সেখানে কাজের মান ভালো করতে হবে। এবং যেসব স্থানে বেড়িবাঁধ অরক্ষিত রয়েছে বর্ষার আগে সেখানে জিও ব্যাগ দিয়ে আপাতত বাঁধ তৈরি করা হবে।

এর পর অর্থ প্রতিমন্ত্রী পারকি সৈকতের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরে বিকেলে ৫টায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এর আগে অর্থ–প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু, বীর মুক্তিযোদ্ধা ইদ্রীস বি.কম এর কবর জিয়ারত করেন।

শেয়ারনিউজ, ২৫ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে