ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে সরকারের নতুন চিন্তাভাবনা

২০২৪ মার্চ ২৩ ১৫:৫৯:৩৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে সরকারের নতুন চিন্তাভাবনা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো.ফরহাদুল ইসলাম জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এলাকাভিত্তিক ভিন্ন ভিন্ন সময়ে ছুটি দেয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।

মো.ফরহাদুল ইসলাম বলেন, সারা দেশে এখন একই সময়ে শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন ছুটি দেয়া হয়। এটি পরিবর্তনের বিষয়ে আলোচনা হচ্ছে।

তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী যদি কিছু এলাকায় শীতকালীন ছুটির সময় পরিবর্তন হয়, তাহলে উত্তরবঙ্গসহ বেশ কয়েকটি এলাকায় সঠিক সময়ে বন্ধ পাবে শিক্ষার্থীরা। এছাড়া গ্রীষ্মকালীন এবং বন্যাপ্রবণ এলাকায় বন্যার সময় ছুটি পাবে। এ বিষয়ে শিগগিরই রূপরেখা আসবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন এনসিটিবি চেয়ারম্যান। প্ল্যান ইন্টারন্যাশনাল জাপানের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নাধীন জেন্ডার রেসপনসিভ স্কুল অ্যান্ড কমিউনিটি সেফটি ইনিশিয়েটিভস (জিআরএসসিএসআই) প্রকল্পের জাতীয় পর্যায়ের লার্নিং শেয়ারিং বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়।

শেয়ারনিউজ, ২৩ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে