ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ট্রেনের টিকিট কালোবাজারি: সহজডটকমের কর্মকর্তাসহ গ্রেফতার ৯

২০২৪ মার্চ ২৩ ১০:০২:৩০
ট্রেনের টিকিট কালোবাজারি: সহজডটকমের কর্মকর্তাসহ গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক : ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা সহজডটকমের অফিস সহকারী ও অপারেটরসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুতকৃত ট্রেনের টিকিট জব্দ করা হয়।

র‌্যাব-৩ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, কারসাজি করে দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সহজডটকমে অফিস সহকারী মিজান ঢালী ও অপারেটর এবং দুজনসহ টিকিট কালোবাজারি চক্রের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, সহজডটকমে কর্মরত সার্ভার অপারেটর নিউটন (৪০), একই প্রতিষ্ঠানের তিন কর্মী মিজান ঢালী (৪০), সোহেল ঢালী (৩০) ও সবুর হাওলাদার (৪০)। আটক অন্যরা হলেন মো. সুমন (৩৯), জাহাঙ্গীর আলম (৪৯), শাহজালাল হোসেন (৪২), মো. রাসেল (২৪) ও জয়নাল আবেদীন (৪৬)।

এ বিষয়ে শুক্রবার (২২ মার্চ) বেলা ১১টার পর কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শেয়ারনিউজ, ২৩ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে