ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

জবি ছাত্রীর সঙ্গে শিক্ষকের কুরুচিপূর্ণ হোয়াটসঅ্যাপ কথোপকথন ভাইরাল

২০২৪ মার্চ ২১ ২২:০৬:৫৩
জবি ছাত্রীর সঙ্গে শিক্ষকের কুরুচিপূর্ণ হোয়াটসঅ্যাপ কথোপকথন ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনের এবার আরেক নারী শিক্ষার্থীর সঙ্গে গোপন হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপের কয়েকটি স্ক্রিনশট দেখা যায়।

এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, আবু শাহেদ ইমন ওই নারী শিক্ষার্থীকে বিভিন্ন কুরুচিপূর্ণ বার্তা দিয়েছে।

ওই নারী শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেওয়ার কথা জানালে শিক্ষক ইমন সমঝোতা করতে চায়।

ভাইরাল স্ক্রিনশটে থেকে আরও দেখা যায়, আবু শাহেদ ইমন ওই নারী শিক্ষার্থীকে তাঁর কোর্সে নাম্বার বাড়িয়ে দিতে চায় এবং বিভাগের শিক্ষক বানানোর জন্যও প্রস্তাব দেয়।

ওই নারী শিক্ষার্থীকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট করতে নিকেতনে দেখা করে টাকা দেওয়ারও প্রস্তাব দেয়।

বিভাগটির চেয়ারম্যানের নতুন দায়িত্ব পাওয়া সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি তো এখনও বিভাগটির দায়িত্ব গ্রহণ করিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কি ভাইরাল হচ্ছে সেটা নিয়ে আমি আর কি বলবো!’

এই বিষয়ে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রভাষক সামির আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু চ্যাট দেখেছি। কিন্তু এই বিষয়ে আমি কিছু জানি না।’

শেয়ারনিউজ, ২১ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে