ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা

২০২৪ মার্চ ২০ ১৬:১২:৪৬
যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা

নিজস্ব প্রতিবেদক : বেশ কয়েকদিন হয়েছে বাংলাদেশি জাহাজ জিম্মির ঘটনা ঘটেছে। অবশেষে জানা গেছে সোমালিয়ান জলদস্যুরা জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর মালিকানাধীন সংস্থা কেএসআরএমের সঙ্গে যোগাযোগ করেছে।

বুধবার (২০ মার্চ) কেএসআরএম গ্রুপের মিডিয়া বিষয়ক উপদেষ্টা মিজানুল ইসলাম এ তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে জলদস্যুরা যোগাযোগ করেছে। যেহেতু আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি, তাই আশা করছি তাদের সঙ্গে আলোচনা শুরু হলে এই সমস্যার সমাধান হবে। তবে মুক্তিপণের বিষয়ে কী কথা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

এর আগে, গত ১২ মার্চ সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে নিয়ে যায় জলদস্যুরা। জাহাজটিতে ২৩ জন নাবিক রয়েছেন বলে জানা গেছে।

এরপর তিন দিনের মাথায় জাহাজটি সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটি গত শুক্রবার সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখে জলদস্যুরা।

শেয়ারনিউজ, ২০ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে