ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

এবার বোয়িং ম্যাক্সের উৎপাদন সম্প্রসারণ বন্ধের আদেশ

২০২৪ জানুয়ারি ২৭ ১৫:১৪:৪০
এবার বোয়িং ম্যাক্সের উৎপাদন সম্প্রসারণ বন্ধের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক : ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ বোয়িং ম্যাক্সের উৎপাদন সম্প্রসারণ বন্ধের আদেশ দিয়েছে। ২৪ জানুয়ারি ফেডারেল এভিয়েশনের এ সিদ্ধান্ত এয়ারলাইনস ও উড়োজাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।

কর্তৃপক্ষ জানায়, বোয়িং বর্তমান মাসিক হারে ম্যাক্স জেট উৎপাদন চালিয়ে যেতে পারে। তবে এই উৎপাদনের হার নতুন করে আর বাড়ানো যাবে না। এই সীমাবদ্ধতা কতদিন স্থায়ী হবে এবং বোয়িং প্রতি মাসে কতগুলো উড়োজাহাজ তৈরি করতে পারবে তা এখনো নির্ধারণ করে দেয়নি ফেডারেল এভিয়েশন।

বহুদিন বন্ধ থাকার পর আগামী শুক্র ও শনিবার যাত্রী পরিষেবায় ফিরে যাওয়ার কথা ছিল আলাস্কা এবং ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং উড়োজাহাজগুলোর। কিছুটা স্বস্তি ফিরে আসতে না আসতেই ফেডারেল এভিয়েশনের সিদ্ধান্ত দুটি এয়ারলাইন্সের জন্যই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের সঙ্গে জেট বাজারে ব্যবধান বন্ধ করতে বোয়িং তার সর্বাধিক বিক্রিত ৭৩৭ ম্যাক্সের উৎপাদন বাড়াতে চাইছিল। কিন্তু ঠিক তখনই এফএএ থেকে নিষেধাজ্ঞা এসেছে ।

২০১৯ সাল থেকে একের পর এক দুর্ঘটনার কবলে পড়ে কয়েক দফায় বন্ধ ছিল বোয়িংয়ের উড়াল। নিজেদের সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্নবিদ্ধ হয়েছে বোয়িং। যার ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রের প্রিমার্কেট বাণিজ্যে বোয়িংয়ের শেয়ার ২ শতাংশ কমেছে। সূত্র: এসসিএমপি।

শেয়ারনিউজ, ২৭ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে