ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেখ হাসিনাকে চেক প্রধানমন্ত্রী ও নিকারাগুয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

২০২৪ জানুয়ারি ২২ ১৭:০৫:৩১
শেখ হাসিনাকে চেক প্রধানমন্ত্রী ও নিকারাগুয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা এবং নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সাভেদ্রা ও ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিল্লো।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক অভিনন্দন বার্তায় চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘চেক প্রজাতন্ত্র এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে- আমি গভীরভাবে মূল্যায়ন করি এবং বিশ্বাস করি আমরা উভয় দেশের পারস্পরিক স্বার্থে তা আরও গভীর ও জোরদার ভবিষ্যতেও অব্যাহত রাখব।’

শেখ হাসিনাকে অভিন্ন স্বার্থে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় স্তরে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে আরও উন্নয়ন সহযোগিতার বিষয়ে তার দেশের আগ্রহের আশ্বাস দেন পেত্র ফিয়ালা। বলেন, ‘বাংলাদেশের জনগণের কল্যাণে আপনার দাবিকৃত কাজের সর্বাত্মক সাফল্য কামনা করছি।’

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা অপর এক অভিনন্দন বার্তায় নিকারাগুয়ার প্রেডিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট উভয়েই বলেছেন, ‘গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় আমরা আমাদের দেশের জনগণ ও পরিবার এবং পুনঃমিলন ও জাতীয় ঐক্যের সরকারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

তারা বলেন, ‘আমরা এই নতুন মেয়াদে আপনার ও আপনার সরকারের সাফল্য কামনা করি এবং আমরা নিশ্চিত, আপনি বাংলাদেশের জনগণের কল্যাণে নতুন সাফল্য অর্জন করবেন।’

উভয় নেতা আরও বলেন, ‘প্রশংসা ও শ্রদ্ধার সাথে আমরা আমাদের ভ্রাতৃত্ব ও সংহতির ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য আগ্রহের পুনরাবৃত্তি করছি।’

শেয়ারনিউজ, ২২ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে