ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভোট পর্য‌বেক্ষণ করে যা বললেন বিদে‌শি পর্যবেক্ষক

২০২৪ জানুয়ারি ০৭ ১২:৩৯:২৭
ভোট পর্য‌বেক্ষণ করে যা বললেন বিদে‌শি পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছেন অনেক দেশি-বিদেশি পর্যবেক্ষক। এর মধ্যে একজন হলেন ইউরোপিয়ান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম যুক্তরাজ্য কমিউনিকেশনের ডিরেক্টর ক্রিস্টোফার জন ব্ল্যাকবার্ন।

রোববার (০৭ জানুয়া‌রি) সরকা‌রি তিতুমীর ক‌লেজ কেন্দ্রে ভোট পর্য‌বেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বি‌দে‌শি এই পর্যবেক্ষক।

তিনি বলেন, এটাই আমার প্রথম পর্য‌বেক্ষণ কেন্দ্র ছিল। সারা‌ দিন বি‌ভিন্ন কে‌ন্দ্রে ঘু‌রে ঘু‌রে ভোট পর্য‌বেক্ষণ করব। সারা‌দিন একটা ব্যস্ত সময় যা‌বে। এখা‌নে এসে স্বল্পসংখ্যক ভোটার দে‌খে‌ছি। এখা‌নে ভোটা‌রদের ভোটকে‌ন্দ্রে আসা দে‌খে‌ছি। ভোটার‌দের ভোট দি‌তে যাওয়া পর্যন্ত দেখছি। ভোটের পদ্ধ‌তি দেখে ভালো মনে হয়েছে। এ সময় ক্রিস্টোফারের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের আলেক্সান্ডার বার্টন গ্রে, জাপানের ইওশিহিরো আইড প্রমুখ।

রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের এই নির্বাচনে দেশের ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট শুরুর আগে আগে গত কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পাহারায় রয়েছে। কড়া নজরদারি গোয়েন্দাদের।

একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য, যা গত একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এক লাখ ৩০ হাজার বেশি।

আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্যের মধ্যে পুলিশের ১ লাখ ৭৪ হাজার ৭৬৭ জন, আনসার ব্যাটালিয়ন ৫ লাখ ১৪ হাজার ২৮৮ জন, সশস্ত্র বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন রয়েছেন।

শেয়ারনিউজ, ০৭ জানুয়ারি ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে