ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

রাসিকের প্যানেল মেয়র আটক

২০২৪ জানুয়ারি ০৭ ০৯:৪৬:৪২
রাসিকের প্যানেল মেয়র আটক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্যানেল মেয়র ও সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মো. নিযাম উল আযীম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের হাতে আটক হয়েছেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর সদস্যরা তাকে নিজ এলাকা থেকে আটক করেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, নিযাম উল আযীমের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে স্থানীয় দরিদ্র মানুষের নামে বরাদ্দ করা টিসিবির কার্ড নিজ হেফাজতে নিয়ে জিম্মি করার অভিযোগ ছিল। নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে এ নিয়ে ১৪ দলের প্রার্থীর পক্ষে লিখিত অভিযোগ করা হয়।

শনিবার (৬ জানুয়ারি) সকালে রাজশাহী সিটি করপোরেশনের চার কাউন্সিলরকে ডেকে সতর্ক করেছিলেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। এরপর ফিরে এসে তারা এলাকার সবার টিসিবির কার্ড জমা নিয়ে নেন।

শেয়ারনিউজ, ০৭ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে