ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

এসএমই মার্কেটে আরও অবনতি

২০২৩ ডিসেম্বর ১৩ ১৭:৩৭:৫৫
এসএমই মার্কেটে আরও অবনতি

নিজস্ব প্রতিবেদক : আজ ১৩ ডিসেম্বর আরও অবনতি হয়েছে দেশের শেয়ারবাজারে এসএমই প্লাটফর্মে। এদিন এসএমইতে সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ১৩ ডিসেম্বর এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১৩.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৯০.৭৬ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩টি, কমেছে ১০টি এবং অপরিবর্তিত রয়েছে ২টির। এদিন এসএমইতে ৪৮ লাখ ২২ হাজার ৬১৬টি শেয়ার ৩ হাজার ২৮৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৫ কোটি ৪০ লাখ ৮৪ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১১ কোটি ৭৭ লাখ ২২ হাজার টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩ কোটি ৬৩ লাখ ৬২ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ২৭২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার টাকা। যা গতকালের তুলনায় ৭ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা কম।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মামুন এগ্রো। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৪.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকা ৭০ পয়সা। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা কোম্পানি স্টার অ্যাডহেসিভের ২.৮৩ শতাংশ দর বেড়েছে।

দর কমার শীর্ষে ছিল ওয়ান্ডারল্যান্ড টয়েজ। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৫.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬২ টাকা ৩০ পয়সা।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কৃষিবিদ ফিডের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ১৫ লাখ ৬৩ হাজার ৭১৫টি শেয়ার ৫৬৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা।

শেয়ারনিউজ, ১৩ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে