ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডে বাসে আগুন

২০২৩ নভেম্বর ০৪ ২০:২২:১৩
নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডে যাত্রীবাহী দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় প্রায় একই সময়ে বাস দুটিতে আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

উল্লেখ্য, সরকার পতনের আন্দোলনে আগামীকাল রোববার (০৪ নভেম্বর) ভোর ৬টা বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এই কর্মসূচি পালন করবে।

শেয়ারনিউজ, ০৪ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে