ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

চারটি নতুন প্রোডাক্টসহ এবি ব্যাংক নিয়ে এলো “এবি ডিরেক্ট" ব্যাংকিং অ্যাপ

২০২৪ ডিসেম্বর ১০ ২৩:২০:৩৬
চারটি নতুন প্রোডাক্টসহ এবি ব্যাংক নিয়ে এলো “এবি ডিরেক্ট

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক সম্প্রতি নতুন আঙ্গিকে “এবি ডিরেক্ট" ব্যাংকিং অ্যাপের উদ্বোধনসহ গ্রাহকদের জন্য চারটি নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে। এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মিজানুর রহমান নতুন প্রোডাক্ট উদ্বোধন করেন।

প্রোডাক্টগুলো হলো : এবি ইলহাম, এবি আমানী, কোটিপতি ডিপোজিট স্কিম (কেডিএস) ও এবি স্বাচ্ছন্দ্য। এবি ডিরেক্ট ব্যাংকিং অ্যাপের মাধ্যমে গ্রাহকগণ ঘরে বসে পেতে পারেন আধুনিক সকল ব্যাংকিং সুবিধা।

ইসলামী শরিয়াহভিত্তিক মুদারাবা ডিপোজিট একাউন্ট “এবি ইলহাম” দিচ্ছে ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো বাংলাদেশি নাগরিককে আকর্ষণীয় মুনাফা লাভের সুযোগ।

ইসলামী শরিয়াহভিত্তিক একাউন্ট “এবি আমানী” নারী গ্রাহকদের জন্য বিশেষ একটি সঞ্চয়ী হিসাব, যেখানে রয়েছে ইন্স্যুরেন্সসহ আরও বিশেষ কিছু সুবিধা।

মাসিক সঞ্চয়ের ভিত্তিতে যেকোনো আমানতকারীকে কোটিপতি হওয়ার সুযোগ তৈরি করে দিতে এসেছে এবি কোটিপতি ডিপোজিট স্কিম, যা যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই একাউন্ট খুলতে পারবেন।

এবি স্বাচ্ছন্দ্য একটি চলতি হিসাব যেখানে গ্রাহকরা ইন্টারেস্ট পাবেন। এছাড়াও এই একাউন্টে রয়েছে চাকরিজীবীদের জন্য ওভারড্রাফট সুবিধা।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ ফজলুর রহমান, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিয়াজুল ইসলামসহ গণমাধ্যমকর্মীগণ এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতনকর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে