ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

ফিরোজ আহমেদ ও ফজলুর রহমান এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

২০২৪ ডিসেম্বর ১২ ১৮:৩৭:০৫
ফিরোজ আহমেদ ও ফজলুর রহমান এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে ফিরোজ আহমেদ এবং মো. ফজলুর রহমান ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ব্যাংকটির ৮০২তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ফিরোজ আহমেদ এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এলিট পেইন্ট গ্রুপের চেয়ারম্যান এবং এলিট ইন্টারন্যাশনাল লিমিটেড, হেক্সাগন কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড এবং আহমেদ সিকিউরিটিজ সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এবং চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সদস্য। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটি এবং মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম-এর আজীবন সদস্য।

অন্যদিকে, মো. ফজলুর রহমান ২০২৪ সালের ৯ অক্টোবর এবি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দেন। এর আগে তিনি এবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এবি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তার দূরদর্শী নেতৃত্ব ব্যাংকটিকে গুরুত্বপূর্ণ আর্থিক সাফল্যের দিকে পরিচালিত করে।

ব্যাংকিং ও ফাইন্যান্স খাতে অভিজ্ঞতা সম্পন্ন ফজলুর রহমান শেয়ারবাজারে অগ্রগতি অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ব্যাংকিংয়ে এমবিএধারী মো. ফজলুর রহমান ব্যাংকিং অপারেশন, স্ট্রাটেজিক প্লানিং এবং ফাইনান্সিয়াল অ্যানালাইসিসে বিশেষভাবে দক্ষ।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে