ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

১২ জেলার পুলিশ সুপারকে বদলি

২০২৪ ডিসেম্বর ১১ ১৯:১৩:৪০
১২ জেলার পুলিশ সুপারকে বদলি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের দেশের বিভিন্ন জেলার ১২ পুলিশ সুপারকে বদলি করেছে সরকার। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷

পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তর, ঢাকা (টিআর) এর পুলিশ সুপার মোঃ আবু সাইমকে রংপুরের পুলিশ সুপার হিসেবে, গাইবান্ধার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার মো. আবু সায়েম প্রধানকে চট্টগ্রামের পুলিশ সুপার, পিবিআই এর পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহ এর পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার মো. জাকির হোসেনকে দিনাজপুরের পুলিশ সুপার, পিবিআই এর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনকে বরিশালের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুরের পুলিশ সুপার, এন্টি টেরোরিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জের পুলিশ সুপার।

এছাড়া এপিবিএন সদর দপ্তর, ঢাকার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলাকে গাইবান্ধার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের পুলিশ সুপার, পিবিআই এর পুলিশ সুপার এহতেশামুল হককে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এবং এসবির বিশেষ মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে