ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

এস আলম-নাবিল গ্রুপ থেকে তেল-ডাল কিনবে সরকার

২০২৪ ডিসেম্বর ১২ ১২:১৭:৪৬
এস আলম-নাবিল গ্রুপ থেকে তেল-ডাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক : সরকার এস আলম গ্রুপের প্রতিষ্ঠান থেকে ১.৫০ কোটি লিটার ভোজ্য তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই ভোজ্য তেল ক্রয়ে সরকারের ব্যয় হবে ১৯৬.৩৪ কোটি টাকা। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই তেল ক্রয় করা হবে। এছাড়া নাবিল গ্রুপের প্রতিষ্ঠান থেকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৯৫.৯৭ কোটি টাকায় ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার।

বুধবার (১১ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এক বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এই ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে।

তথ্যানুসারে, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে ৩৮.১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। প্রতি লিটার তেলের দাম ১৪০ টাকা। এতে মোট ব্যয় হবে ৫৩.৩৪ কোটি টাকা। পাশাপাশি ১.১০ কোটি লিটার পরিশোধিত খোলা পাম তেলও কেনা হবে। এই তেলের প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৩০ টাকা। এতে মোট ব্যয় হবে ১৪৩ কোটি টাকা।

এছাড়া নাবিল নাবা ফুডস লিমিটেড থেকে ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। প্রতি কেজি ডাল ৯৫.৯৭ টাকা দরে মোট ৯৫.৯৭ কোটি টাকায় কেনা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী রমজানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সরবরাহ নিশ্চিত করতে এসব তেল ও ডাল কেনা হচ্ছে। টিসিবি তাদের ইস্যু করা ফ্যামিলি কার্ডের বিপরীতে প্রতি মাসে একবার করে কয়েক লাখ পরিবারকে ভর্তুকি মুল্যে ভোজ্য তেল, ডাল, চিনি, চাল সরবরাহ করে থাকে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে