ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

সমাবেশের ভেন্যু নিয়ে আ. লীগের অবস্থান জানা গেল

২০২৩ অক্টোবর ২৬ ১৪:০৭:৪৫
সমাবেশের ভেন্যু নিয়ে আ. লীগের অবস্থান জানা গেল

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী ২৮ অক্টোবর রাজধানীতে জনসভা করবে। সমাবেশের জন্য বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট ছাড়া বিকল্প কোনো স্থানের কথা ভাবছে না দলটি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে বুধবার (২৫ অক্টোবর) আওয়ামী লীগের সমাবেশের স্থান হিসেবে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট ছাড়াও বিকল্প হিসেবে আরও দুটি ভেন্যুর নামসহ ৭টি তথ্য চেয়ে চিঠি দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। চিঠিতে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ বিভিন্ন তথ্য চেয়েছিল পুলিশ। পাশাপাশি জননিরাপত্তাজনিত কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দুটি নামও চাওয়া হয়েছিল।

জবাবে রিয়াজ উদ্দিন বলেন, আমরা আরও দুটি ভেন্যুর নাম কী কী দেব তা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আজকেই তাদের (পুলিশ) চিঠির জবাব দেওয়া হবে। তার আগে গত ২০ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।

ওই চিঠিতে বলা হয়, চিঠিতে বলা হয়, সমাবেশে মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট, স্টেডিয়াম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট ও গোলাপশাহ মাজার সংলগ্ন সড়কে যান চলাচল মজবুত ও অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়। সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের অনুমতি ও ট্রাফিক ব্যবস্থার অনুরোধ করা হচ্ছে।

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাযাত্রার দিনে মহাসমাবেশ করবে ক্ষমতাসীন দলটিও। ফাঁকা মাঠে বিএনপি ও এর শরিকরা রাজধানীতে নৈরাজ্য চালাতে পারে—এমন আশঙ্কা করে আওয়ামী লীগের নেতারা বলছেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তারা রাজপথে থাকবেন।

শেয়ারনিউজ, ২৬ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে