ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে আইএফআইসি ব্যাংকের দুই বন্ড

২০২৩ অক্টোবর ১৬ ০৭:৪৭:৫০
শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে আইএফআইসি ব্যাংকের দুই বন্ড

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক লিমিটেডের দ্বিতীয় ও তৃতীয় সাবঅর্ডিনেট বন্ডকে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই জানিয়েছে, বন্ড দুটির প্রতিটির আকার ৫০০ কোটি টাকা।

ডিএসইর তথ্যমতে, আইএফআইসি ব্যাংক দ্বিতীয় সাবঅর্ডিনেট বন্ডটি ২০২১ সালের ৩০ জুন ও দ্বিতীয় সাবঅর্ডিনেট বন্ডটি গত বছরের ১ জুন অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যেই বিএসইসির ৭৮০তম কমিশন সভায় অনুমোদন পাওয়া ৫০০ কোটি টাকার দ্বিতীয় বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে এটি আনসিকিউরড, নন-কনভার্টিবল ও ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটির কুপন হার সর্বনিম্ন ৭.৫০ ও সর্বোচ্চ সিলিং ১০.৫০ শতাংশ; যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করার অনুমোদন দেয়া হয়েছে। বন্ডটির প্রতি ইউনিট/লটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থে আইএফআইসি ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডের ট্রাস্টি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বিএসইসির ৮২৫তম কমিশন সভায় অনুমোদন পাওয়া আইএফআইসি ব্যাংকের তৃতীয় বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে এটি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল ও ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড। সাত বছর মেয়াদি এ বন্ডের আকার ৫০০ কোটি টাকা। বন্ডটি স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন করপোরেটসসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করার জন্য অনুমোদন দেয়া হয়েছে।

শেয়ারনিউজ, ১৬ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে