ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ডিবি পরিচয়ে শিক্ষকের ৯ লাখ টাকা ছিনতাই

২০২৩ সেপ্টেম্বর ১৪ ১০:২২:২২
ডিবি পরিচয়ে শিক্ষকের ৯ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : ভুয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে মো. হাবিবুর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষককে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। ঢাকার সাভারে দিনদুপুরে এই ঘটনাটি ঘটেছে। এ সময় শিক্ষককেও মারধর করা হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।

দিনদুপুরে ছিনতাইয়ের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এমন ঘটনায় সাভারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের রাজাশন আইচা নোয়াদ্দা এলাকার একটি শাখা সড়কে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল দুপুরে সোনালী ব্যাংক নবীনগর শাখা থেকে জমি রেজিস্ট্রি করার উদ্দেশ্যে ৯ লাখ টাকা উত্তোলনের পর সাভারের আইচা নোয়াডায় নিজ বাসায় যাওয়ার পথে একটি সাদা প্রাইভেটকার অটোরিকশাটিকে থামিয়ে দেয়। এ সময় প্রাইভেটকার থেকে দুই ব্যক্তি নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাবিবুর রহমানকে জোর করে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।

এরপর তারা ভুক্তভোগীর চোখ বেঁধে তাকে মারধর কর‍তে থাকে এবং তার কাছে থাকা ৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ ঘটনায় গতকাল রাতে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

এ প্রসঙ্গে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ারনিউজ, ১৪ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে