ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

চাকরির মেয়াদ বাড়াতে বয়স জালিয়াতি প্রধান প্রকৌশলীর!

২০২৩ সেপ্টেম্বর ০৭ ১৯:১৬:১৫
চাকরির মেয়াদ বাড়াতে বয়স জালিয়াতি প্রধান প্রকৌশলীর!

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে চাকরির মেয়াদ বাড়ানোর কারসাজি করে বয়স কমানোর অভিযোগ উঠেছে। তার চাকরির মেয়াদ ২৭ সেপ্টেম্বর শেষ হচ্ছে। তার আগে তার বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগ উঠেছে।

বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপসচিব আবদুর রহমান তাকে চিঠি দেন। চিঠিতে এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত কপি, এলজিইডিতে প্রথম এলপিসিতে যোগদানের সত্যায়িত কপি সহ চারটি নথি চাওয়া হয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, শেখ মোহাম্মদ মহসিন চাকরির মেয়াদ বাড়াতে প্রতারণার আশ্রয় নিয়েছেন। নথি অনুযায়ী, শেখ মোহাম্মদ মহসিন ১৯৮৮ সালে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদান করেন। সে সময় ইস্যুকৃত সার্টিফিকেট অনুযায়ী তার জন্ম তারিখ ৩০ সেপ্টেম্বর ১৯৬৩। সে অনুযায়ী তার চাকরির মেয়াদ ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অন্যান্য অনেক নথিতে শেখ মোহাম্মদ মহসিনের জন্ম তারিখ ১৯৬৩ লেখা থাকলেও ২০০৮ সালের পরের সব নথিতে জন্ম সাল ১৯৬৪ লেখা আছে।

অভিযোগের পর নড়েচড়ে বসে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিনের জন্ম তারিখের জটিলতা নিরসনে জরুরি ভিত্তিতে এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত ছায়ালিপি, এলজিইডিতে প্রথম যোগদানের এলপিসির সত্যায়িত কপি, এলজিইডিতে যোগদানের পর প্রথম জ্যেষ্ঠতা তালিকার কপি এবং এলজিইডির প্রকৌশলীদের খসড়া জ্যেষ্ঠতা তালিকা ২০০১ এর কপি চেয়ে অনুরোধ জানিয়েছে।

দেখা গেছে, বিভিন্ন চাকরিতে এসএসসি সার্টিফিকেট দিলেও পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর নেই। শেখ মোহাম্মদ মহসিন ১৯৮৮ সালে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। সেই সময়ে, তার জন্ম তারিখ এলজিইডি নথিতে ৩০ সেপ্টেম্বর ১৯৬৩ উল্লেখ করা হয়েছিল। তিনি ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে এলজিইডিতে প্রধান প্রকৌশলী হিসাবে বর্তমান দায়িত্ব গ্রহণ করেছিলেন। ১৬ ফেব্রুয়ারি ২০২২-এ স্থায়ী নিয়োগ।

১৯৯৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এলজিইডি জ্যেষ্ঠতার যে তালিকা রয়েছে, তাতে ১৯৯৫ সালের জানুয়ারিতে জ্যেষ্ঠতার যে তালিকা করা হয়েছে সেই তালিকায় শেখ মোহাম্মদ মহসিন ছিলেন ২৭২ তম। এ সময় তিনি এলজিইডির নারায়ণগঞ্জ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের দায়িত্বে ছিলেন।

সেই তালিকায় তার জন্ম তারিখ লেখা আছে ৩০ সেপ্টেম্বর ১৯৬৩। একই জন্মতারিখ ১৯৯৮ সালের জ্যেষ্ঠতা তালিকায়ও পাওয়া যায়। তখন তার জ্যেষ্ঠতা তালিকা ছিল ২৫৩। ২০০১ সালের তালিকায়ও জন্মতারিখ একই এবং জ্যেষ্ঠতা তালিকায় তিনি ছিলেন ২১২ নম্বরে। ২০০৪ সালের তালিকায় জন্ম তারিখ একই এবং জ্যেষ্ঠতা তালিকায় ক্রমিক নম্বর ১৭৯।

সমস্যাটি দেখা যায় ২০০৮ সালে করা জ্যেষ্ঠতা তালিকায়। মহসিনের জন্ম তারিখ ৩০ সেপ্টেম্বর, ১৯৬৩, যা আগের রেকর্ডে ছিল, হঠাৎ করে এক বছর কমানো হয়েছে। জ্যেষ্ঠতা তালিকায় ক্রমিক নম্বর ১৪০ মহসিনের জন্ম তারিখ ৩০ সেপ্টেম্বর, ১৯৬৪ লেখা। শেখ মোহাম্মদ মহসিন তার জন্ম সনদেও জন্ম তারিখ ১৯৬৪ উল্লেখ করেছেন। গত বছরের ৬ নভেম্বর চট্টগ্রামের মগদিয়া ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ নেন তিনি।

জানতে চাইলে এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন বলেন, মন্ত্রণালয় যে কার কাছেই তথ্য চাইতে পারে। তথ্য চাইলেই সেটি জালিয়াতি হয় না। বিভিন্ন সময়ে এলজিইডির জ্যেষ্ঠতার তালিকায় জন্ম তারিখ ১৯৬৩ উল্লেখ থাকলেও ২০০৮ সালের পর ১৯৬৪ সালের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রিন্টিং মিস্টেক হতে পারে। এটা স্বাভাবিক। তার মানহানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

শেয়ারনিউজ, ০৭ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে