ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ডেঙ্গুতে মৃত্যু ৬০০ ছুঁই ছুঁই, হাসপাতালে ভর্তি ১৫৩৪

২০২৩ সেপ্টেম্বর ০১ ২১:৩৫:৪৮
ডেঙ্গুতে মৃত্যু ৬০০ ছুঁই ছুঁই, হাসপাতালে ভর্তি ১৫৩৪

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে একজনের, আর ঢাকার বাইরে তিনজন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৩৪ জন।

ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ জন। চলতি বছরে এখন পর্যন্ত ৫৯৭ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৩৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার হাসপাতালে ৩ হাজার ৮১৮ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৫৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৩৪২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৫৮ হাজার ৬১০ জন এবং ঢাকার বাইরে ৬৬ হাজার ৭৩২ জন।

ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৬ হাজার ৩৯৭ জন। এর মধ্যে ঢাকায় ৫৪ হাজার ৩৫৩ জন এবং ঢাকার বাইরে ৬২ হাজার ৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৫৯৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে মৃত্যু হয় দুজনের। মার্চে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এপ্রিল ও মে মাসে দুজন করে মারা যায়।

জুন মাসে এসে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারায় ২০৪ জন। আর আগস্ট মাসে ৩৪২ জনের মৃত্যু হয়।

শেয়ারনিউজ, ০১ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে