ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

হিলারি ক্লিনটনের নির্বাচনে ড. ইউনুস টাকা দিয়েছিলেন: আইনমন্ত্রী

২০২৩ আগস্ট ৩১ ২১:৫৭:০৯
হিলারি ক্লিনটনের নির্বাচনে ড. ইউনুস টাকা দিয়েছিলেন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক যুক্তরাষ্ট্রের হিলারি ক্লিনটনকে ইঙ্গিত করে বলেছেন, একজন দুইবার চেষ্টা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেননি। যার নির্বাচনে ড. ইউনুস টাকা দিয়েছিলেন। তিনি এখন ড. ইউনুসকে বাঁচানোর সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছেন।

তিনি বলেন, এটা কীসের সংগ্রাম? বাংলাদেশের মানুষের সঙ্গে সংগ্রাম? বাংলাদেশের মানুষ বিচার চায়- এটা কি অন্যায় প্রশ্ন তার। আমাদেরকে এটা অপমান করার শামিল।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে আখাউড়া আজমপুর রেলস্টেশন চত্বরে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নোবেল বিজয়ী ড.ইউনুসের বিচার প্রসঙ্গে এই কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ অপরাধ করলে তার বিচার হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা দেখেছি বঙ্গবন্ধুর খুনিদেরকে ইনডেমনিটি অর্ডিনেন্স দ্বারা বিচার থেকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই জামানা আর নাই। এখন জামানা ভিন্ন। বাংলাদেশে এখন আইনের শাসন আছে।

আনিসুল হক আরও বলেন, আমরা সুষ্ঠু বিচার করতে জানি। তিনি (ড.ইউনুস) যদি অন্যায় না করে থাকেন তাহলে তিনি খালাস পাবেন। আর যদি অনুচিত হয়, বিজ্ঞ বিচারক বিচার করবেন।

তিনি বলেন, বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। কোনো উছিলায় বাংলাদেশকে অপমান করবেন, বিচার বিভাগকে অপমান করবেন সেই চেষ্টা বন্ধ করুন।

এর আগে আখাউড়া-সিঙ্গারবিল পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের মেরামত কাজ উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

শেয়ারনিউজ, ৩১ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে