ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা না দেওয়ার সিদ্ধান্ত এডহক কমিটির

২০২৩ আগস্ট ৩১ ১০:০৩:৪১
প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা না দেওয়ার সিদ্ধান্ত এডহক কমিটির

নিজস্ব প্রতিবেদক : একাধিক অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে বিদায়ী সংবর্ধনা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটি। বুধবার (৩০ আগস্ট) কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।

উক্ত বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে দায়েরকৃত কনটেম্পট পিটিশন শুনানি না করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলীসহ ৭ জন বিজ্ঞ আইনজীবীর বিরুদ্ধে ব্যারিস্টার তাপসের ভ্রাতৃবধূ কর্তৃক আনা কনটেম্পট পিটিশন তড়িঘড়ি করে শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেছেন বিদায়ী প্রধান বিচারপতি।

এছাড়াও ব্যবস্থাকে আওয়ামীকরণ, বিগত ১৭ আগস্ট এডহক কমিটির দেওয়া পত্রের বিষয়ে কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অবৈধ দখলদার ফকির-দুলালকে ক্রমাগত স্বীকৃতি দেওয়া এবং আইনজীবীদের ন্যায়সঙ্গত দাবি সত্ত্বেও ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের বিচারকাজ থেকে বিরত রাখেননি তিনি।

এসব অভিযোগ তুলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে আগামীকাল বৃহস্পতিবার তার শেষ কার্যদিবসে বিদায়ী সংবর্ধনা ও দলীয় সংবর্ধনা না দেওয়া ও অবৈধ দুলাল-ফকির গং-এর একদলীয় সংবর্ধনা অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ারনিউজ, ৩১ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে