ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল-সমাবেশ নয়

২০২৩ আগস্ট ৩০ ১৩:৩৬:০০
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল-সমাবেশ নয়

নিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানিয়েছেন, সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ ও লিফলেট বিতরণ করা যাবে না। বুধবার (৩০ আগস্ট) সকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নিষেধ অমান্য করে যদি কেউ মিছিল, সভা-সমাবেশ ও লিফলেট বিতরণ করে তবে সেই আইনজীবী আইনি কার্যক্রম থেকে বিরত থাকবে।

এ সময় তিনি বলেন, মূলত ২০০৫ সালে তৎকালীন হাইকোর্টের বিচারপতি আবদুল মতিন স্বপ্রণোদিত হয়ে এসব নিষেধাজ্ঞা দেন। আজ থেকে সেই রায় কঠোরভাবে অনুসরণ করা হবে।

তবে আদালত অবমাননার অভিযোগ ওঠা বিএনপির ৭ আইনজীবীর ক্ষেত্রে এই রায় কার্যকর হবে না বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

শেয়ারনিউজ, ৩০ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে