২৬১টি গাড়ি পাচ্ছেন ডিসি-ইউএনওরা
নিজস্ব প্রতিবেদক : এবারের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) যেন ভালোভাবে দায়িত্ব পালন করে এই লক্ষে তাদের জন্য ২৬১টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করেছে অর্থ বিভাগ। এর মধ্যে ৬১টি ডিসিদের জন্য এবং ২০০টি ইউএনওদের জন্য। মোট খরচ হবে ৩৮০ কোটি টাকা।
সোমবার (২৮ আগস্ট) এ প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারের কঠোরতা নীতি সত্ত্বেও গত কয়েক বছরে মাঠ প্রশাসনের কর্মকর্তারা বেশি গাড়ি পাচ্ছেন। এমনকি গাড়ির প্রাপ্যতার শর্ত শিথিল করে তাদের দেওয়া হচ্ছে ২৭০০ সিসির গাড়ি, যা গ্রেড-১ ও ২ (সচিব ও অতিরিক্ত সচিব) পদমর্যাদার কর্মকর্তাদের বিশেষাধিকার।
এভাবে শর্ত শিথিল করে গাড়ি কেনার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা ও পরিবহণ সেবা স্বাভাবিক রাখতে এ গাড়ি কেনা প্রয়োজন।’
এ বিষয়ে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবিএম মির্জ্জা আজিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বর্তমান রাজস্ব আহরণ পরিস্থিতি ভালো নয়। এই মুহূর্তে গাড়ি কেনার সিদ্ধান্ত সরকার না নিলেই ভালো হতো। তারা প্রতিস্থাপক করার কথা বলছে। কিন্তু সব গাড়ি কি একসঙ্গে অচল হয়েছে।
তিনি বলেন, আমি মনে করি, কৃচ্ছ্রসাধনের যে সিদ্ধান্ত ছিল এটি তার পরিপন্থি। গাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা দরকার ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিটি গাড়ির মূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ৮০ হাজার ৫শ টাকা। এ হিসাবে একটি গাড়ি কিনতে মোট খরচ হবে ১ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫শ টাকা।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গাড়ি চেয়ে অর্থ বিভাগে প্রস্তাব দেওয়া হয়। সেখানে কতগুলো যুক্তি তুলে ধরে বলা হয়, ডিসি এবং ইউএনওদের জন্য ২৬১টি গাড়ি কেনা দরকার।
জানা গেছে, এসব গাড়ি কেনার খরচ সরাসরি বাজেট থেকে দেওয়া হয়নি। মোট ব্যয়ের ৩৮০ কোটি টাকার মধ্যে চলতি বাজেটের অপ্রত্যাশিত খাত থেকে ২১০ কোটি টাকা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয়ের অংশ থেকে ১১০ কোটি টাকা এবং সরকারি যানবাহন অধিদপ্তরের নিজস্ব বাজেট থেকে ৬০ কোটি টাকার সংস্থান করা হয়েছে।
সরকারের কৃচ্ছ সাধন নীতির আওতায় নতুন গাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে অর্থ বিভাগের। এজন্য এ খাতের পুরো বরাদ্দ স্থগিত আছে। তবে অর্থ বিভাগের নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপনে সুকৌশলে গাড়ি কেনার একটি সুযোগও রাখা আছে। সেটি হলো-১০ বছরের অধিক পুরোনো গাড়ি ব্যবহার অযোগ্য হয়ে পড়লে সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উল্লেখ করে নতুন গাড়ি কেনার প্রস্তাব দেওয়া যাবে।
এ প্রক্রিয়ায় গাড়ি কেনাকে বলা হয়েছে প্রতিস্থাপন। তবে এবারের গাড়ি কেনার ক্ষেত্রে ১০ বছরের সময়সীমাকে বাড়িয়ে ১৪ বছর করা হয়েছে। কেননা, অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, কোনো নতুন গাড়ি ১০ বছর পর চলাচলের জন্য অযোগ্য হয় না।
২০২০ সাল থেকে সরকারি খাতে গাড়ি কেনা, কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফরসহ বিভিন্ন বিষয়ে ব্যয়সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণের নীতি জারি করে সরকার। যা চলতি অর্থবছরেও বহাল রাখা হয়েছে। এরই মধ্যে মাঠপ্রশাসনের জন্য আড়াইশর বেশি গাড়ি কেনার প্রস্তাব দিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রস্তাবের যৌক্তিকতা উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, সরকারি যানবাহন কেনার ১০ বছর পর সংশ্লিষ্ট যান প্রতিস্থাপকের বিধান রয়েছে। চলমান অর্থনৈতিক মন্দা বিবেচনায় প্রথমে ১৩ বছর বা তারও পুরোনো এবং ব্যবহার অনুপযোগী ৪৬১টি গাড়ির চাহিদা দিয়েছিল সরকারি যানবাহন অধিদপ্তর। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান, যারা সরকারি যানবাহন ক্রয়, মেরামত এবং ভিভিআইপিসহ প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি বরাদ্দসহ এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করে।
২০১৮ সালে ১১৬টি উপজেলার জন্য ৫০টি এবং ২০১৯ সালে ৬৬টি গাড়ি কেনা হয়। এরপর অর্থনৈতিক মন্দার কারণে প্রতিবছর গাড়ি কেনার বরাদ্দ থাকলেও সরকারের অনুমোদন ছিল না। তাই এবার নির্বাচনী কার্যক্রমসহ সার্বিক বিষয় বিবেচনা করে গাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে সরকারি যানবাহন অধিদপ্তর সূত্র।
অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে একাধিক দফায় কথা হয়েছে। মাঠ প্রশাসনের প্রয়োজনের নিরিখেই এসব গাড়ি কিনতে সম্মত হয়েছে অর্থ মন্ত্রণালয়।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন গাড়ি বরাদ্দ দেওয়া হলে মাঠ প্রশাসনে থাকা গাড়িগুলোর মধ্যে মেরামতযোগ্যগুলোকে সারানো হবে। আর যেসব গাড়ি সারানো লাভজনক মনে হবে না, সেগুলোকে প্রক্রিয়া অনুসরণ করে বিক্রি করে দেওয়া হয়।
এদিকে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য জুলাইয়ে ঢাকা, চট্টগ্রাম ও টাঙ্গাইল কার্যালয়ের গাড়ি কেনার প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। অপরদিকে একই সময় মাঠপর্যায়ের জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গাড়ি কেনার প্রস্তাব দেয় ভূমি মন্ত্রণালয়।
এ বিষয়ে অর্থ বিভাগের শর্তারোপ : ডিসি ও ইউএনওদের গাড়ি কেনার ক্ষেত্রে সংশ্লিষ্টদের আনুষ্ঠিকভাবে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে অর্থ বিভাগ।
সেখানে বলা হয়, প্রতিস্থাপক হিসাবে গাড়ি কেনার ক্ষেত্রে বর্তমান গাড়ির বয়স ১৪ বছর হয়েছে এবং অকেজো এ ঘোষণাসংক্রান্ত বিআরটিএর পরিদর্শক দলের অনুমোদন গ্রহণ করতে হবে। পরে সে অনুলিপি অর্থ বিভাগে পাঠাতে হবে।
এছাড়া গাড়ি কনডেম কমিটির মিটিং করে তার অনুলিপিও পাঠাতে হবে। আর কনডেম করার পর গাড়িগুলো বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। এরপর জমার রশিদ অর্থ বিভাগে পাঠাতে হবে।
শেয়ারনিউজ, ৩০ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’!
- শেয়ারবাজারের ৮ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে ৯১ কোটি টাকা জরিমানা
- এশিয়ার মধ্যে সবার পেছনে বাংলাদেশের শেয়ারবাজার
- টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট
- সঞ্চয়পত্রের সুদহার নিয়ে সরকারের নতুন নির্দেশনা
- সংবিধান সংস্কার: যেভাবে গঠিত হবে সংসদের উচ্চ ও নিম্নকক্ষ
- আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
- ফাইন ফুডসের ব্যবসায় ও মুনাফায় অডিটরের সন্দেহ
- হারবাল ডিভিশন চালু করবে নাভানা ফার্মা
- লিটন ও সাকিবের বাদ পড়া নিয়ে নান্নুর বিস্ফোরক মন্তব্য
- শামীমের দাবিতে তোলপাড়, ছাত্রদলের রাজনীতি নিয়ে নতুন বিতর্ক
- ফাইন ফুডসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- টিউলিপ সিদ্দিকের পদত্যাগ: লাউরির তদন্তে যা বলা হয়েছে
- ভোটার তালিকা হালনাগাদে ইমাম ও পুরোহিতদের ভূমিকা নিয়ে ইসির নির্দেশনা
- বাংলাদেশের সংবিধানে বড় সংস্কার: তিনটি মূলনীতি বাদ, নতুন চারটি প্রস্তাব
- বন্ধুদের কাছে ফিরে আবেগে আপ্লুত মির্জা ফখরুল, শৈশবের দুষ্টুমি স্মরণ
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা
- ‘আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে’ প্রসঙ্গের সত্যতা জানা গেল
- আজ যে খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল
- ছাগল মতিউরকে ধরেছে, খুঁজে খুঁজে সবাইকে ধরা হবে
- জাকারবার্গের ভুল তথ্য নিয়ে মেটার ক্ষমা প্রার্থনা
- আইএমএফ শর্ত পালনে ডলারের বাজার মূল্য নির্ধারণ
- ফেব্রুয়ারিতে ৬ সংস্কার প্রতিবেদন নিয়ে সরকারের রাজনৈতিক সংলাপ
- মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর
- প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে আরও সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- বাজারকে টেনে নামাল ৮ কোম্পানির শেয়ার
- যে শঙ্কায় পদত্যাগের পথে হাঁটলেন টিউলিপ সিদ্দিক
- সংবিধানে বড় পরিবর্তন: সরকারের সংস্কার পরিকল্পনায় ১৫টি গুরুত্বপূর্ণ সুপারিশ
- ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের বাজিমাত
- ১৫ জানুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বিনিয়োগকারীদের লোকসান বেড়েছে আরও ৩৪০০ কোটি টাকা
- ১৫ জানুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জানুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জানুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ঐতিহাসিক রায়
- ১ ফেব্রুয়ারি থেকে আমদানি-রপ্তানি পণ্যের খালাসে নতুন শর্ত
- মুচকি হেসে আদালত চত্বরে পলকের নতুন মন্তব্য
- ইনফ্লুয়েন্সার তনির স্বামী আর নেই
- ১৫ লাখ ১৫ হাজার শেয়ার কেনার ঘোষনা
- সংবিধান ও নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ, নারীদের জন্য নতুন সুযোগ
- সারজিস আলমের পাসপোর্ট জব্দের খবর গুজব, সেনাবাহিনী দিয়েছে বিবৃতি
- আগামী তিন দিনের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস
- সূচকের মিশ্র প্রবণতায় লেনদেনে ধীরগতি
- পদত্যাগের পর টিউলিপ সিদ্দিকের নতুন সুযোগ
- টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর এমা রেনল্ডসের ঝাঁকজমকপূর্ণ নিয়োগ
- টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি
- পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক
- সূচকের উত্থানে চলছে লেনদেন
- মালেক স্পিনিংয়ের বোর্ড সভার তারিখ ঘোষণা
- আজ থেকে ৩ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন
- বঙ্গবন্ধু সেতুর নামকরণ নিয়ে নাহিদ ইসলামের মন্তব্য , প্রকাশ্যে এলো আসল সত্য
- রাফির ব্যাংক অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেন
- যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা চেয়েও পাননি মোদি
- ‘জেড’ ক্যাটাগরির ৫ শেয়ারের বিনিয়োগকারীদের মাথায় হাত!
- ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে উধাও টাকা
- আজ থেকে ৩ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন
- প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে আরও সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- ফের জটিলতা, আটকে গেলো লেনদেন
- বিনিয়োগকারীদের বাজার বিমুখ হওয়ার ব্যাখ্যা দিল বিএসইসি
- শেয়ারবাজারের ছয় ব্যাংকের ভবিষ্যৎ ঝুঁকিতে: সিদ্ধান্ত আসবে শিগগিরই
- ১ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- বাংলাদেশের পোশাক শিল্পে ভারতের আক্রমণ: বড় বিপদের শঙ্কা
- অব্যবহৃত ডাটা গ্রাহকদের জন্য বড় সুখবর
- ফেসবুকে পোস্ট দিয়ে বরখাস্ত হলেন ১০ ক্যাডার কর্মকর্তা
- ব্যাংক-শেয়ারবাজারের জন্য নতুন সুবিধা দিলো কেন্দ্রীয় ব্যাংক