ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের ছোঁয়া দেখিয়ে শেষে পতনের ধারায় শেয়ারবাজার

২০২৩ আগস্ট ২৯ ১৫:০৭:৫৯
উত্থানের ছোঁয়া দেখিয়ে শেষে পতনের ধারায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহে প্রথম কর্মদিবস শেয়ারবাজারে বড় উত্থান হয়েছিল। এতে বিনিয়োগকারীরা বাজার নিয়ে বেশ আশাবাদী হয়েছিল। কিন্তু দ্বিতীয় কর্মদিবসে বিনিয়োগকারীদের সেই আশা অনেকটা পুরিয়ে যায়। কারণ ওইদিন কোনো রকমে বাজারের পতন ঠেকানো হয়েছিল। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বিনিয়োগকারীরা বড় হোঁছট খেয়েছে।

এদিন লেনদেনের শুরুতে বাজার কিছুটা উত্থানের ধারায় থাকলে শেষ বেলায় পতনের বড় ধারা নিয়ে উপস্থিত হয় উভয় শেয়ারবাজার। লেনদেনের আধা ঘন্টা আগে পতন অনেক গভীরতর হয়। তবে শেষ বেলায় বিনিয়োগকারীদের বাই প্রেসার কিছুটা বাড়লে পতনের গভীরতা অনেকটা কমে যায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, তারল্য সংকট, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা, রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে শেয়ারবাজারে মন্দাভাব অব্যাহত রয়েছে। যে কারণে বাজার একদিন বাড়লে দুই দিন পড়ছে। কোনোভাবে বাজারে স্থিরতা ফিরছে না। যদিও বাজারে স্থিরতা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।

আজ শুরুতে বিমা খাতের ছোঁয়ায় ইতিবাচক ধারায় লেনদেন শুরু হয়। তারপর পতনের ধারা ঝেঁকে বসতে থাকে। এ সময় বিমার শেয়ারকে উত্থানের ঢাল হিসেবে দেখা গেলেও শেষমেষ তা টিকেনি। অন্যান্য খাতের সঙ্গে বিমা খাতও নিস্ক্রিয় দেখা গেছে সব খাতও হয়ে যায়।

এর ফলে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ আগস্ট) সব সূচক কমেছে শেয়ারবাজারে। আজ লেনদেনও কমে গেছে আগের কার্যদিবস থেকে। আজ যে পরিমাণ কোম্পানির দর বেড়েছে তার চেয়ে চারগুণ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯০.৯৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৭৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭১.৪১ পয়েন্টে ও দুই হাজার ১৩৮.৫৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৩টির বা ৯.৯৪ শতাংশের, দর কমেছে ১২৭টির বা ৩৮.২৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৫০টির বা ৫০ শতাংশের দর।

এদিন ডিএসইতে ৩৯১ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪৮ কোটি ৫৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৪০ কোটি ০৯ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ২৩.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০৫.৭৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৪.০৩ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১.৪১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৪.৮৩ পয়েন্ট এবং সিএসআই ১.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১২২.৪৮ পয়েন্টে, এক হাজার ৩০৮.১৭ পয়েন্টে, ১৩ হাজার ৩৯০.৯২ পয়েন্টে এবং একহাজার ১৭৪.০২ পয়েন্টে।

সিএসইতে আজ ১৬০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৬৪টির আর দর অপরিবর্তিত রয়েছে ৭৬টি। সিএসইতে আজ ৬ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২৯ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে