ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

জালিয়াতির মাধ্যমে শেয়ারবাজারে আসছে অ্যাগ্রো অর্গানিকা, সহায়তায় বিএসইসি

২০২৩ আগস্ট ২৮ ১৭:৫৩:১৭
জালিয়াতির মাধ্যমে শেয়ারবাজারে আসছে অ্যাগ্রো অর্গানিকা, সহায়তায় বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: পাবলিক ইস্যু রুলস ভেঙ্গে শেয়ারবাজারে আসছে এসএমই কোম্পানি অ্যাগ্রো অর্গানিকা। কোম্পানিটি আইন লঙ্গন করলেও ওপর মহলের সাথে ভালো সম্পর্কের সুবাধে অনিয়মই হয়ে গেলো নিয়ম। অথচ একই কারণে বানকো ফাইন্যান্সের এমডিকে জরিমানা করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, অ্যাগ্রো অর্গানিকার ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটির প্রধান পরামর্শক মোহাম্মদ ইউনুস। আর মোহাম্মদ ইউনুস কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ারের সঙ্গে সরাসরি সম্পৃক্তত। যা আইনের পরিপন্থি।

২০১৫ সালের পাবলিক ইস্যু রুলসের ৩(২)(ডি)-তে বলা হয়, ইস্যু ম্যানেজার ইস্যুয়ারের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না এবং শেয়ার ধারণ করতে পারবে না। একই কথা বলা আছে কোয়ালিফাইড ইনভেস্টর রুলসের ৮ এর ৩-তেও। কিন্তু পাবলিক ইস্যু রুলস ওই ধারা ভঙ্গের দায়ে বানকো ফাইন্যান্সের এমডি ও তার পরিবারকে করা হয়েছে রেকর্ড জরিমানা। কিন্তু অ্যাগ্রো অর্গানিকাকে বিএসইসি জরিমানা না করে জালিয়াতির সহায়তা করে কিআইও অনুমোদন দিয়েছে। বিএসইসির এমন দ্বিমূখী আচরণ শেয়ারবাজারে খারাপ ছাড়া ভালো কিছু বয়ে আনবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ২০১৫ সালের পাবলিক ইস্যু রুলসের অধীনে বিবিএস কেবলস ও নাহি অ্যালুমিনিয়াম শেয়ারবাজারে আসে। যার ইস্যু ম্যানেজার ছিল বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। প্রতিষ্ঠানটির এমডির আত্মীয় স্বজন আইপিওকালীন বিবিএস কেবলস ও নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার ধারণ করায়, ২০১৫ সালের পাবলিক ইস্যু রুলসের ৩(২) (ডি) ধারা ভঙ্গ হয়েছে বলে বিএসইসি সাব্যস্ত করে এবং তাকে এবং তার পরিবারকে কোটি কোটি টাকা জরিমানা ও চাকরীচ্যুত করেছিল।

কিন্তু মোহাম্মদ ইউনুসের শাহজালাল ইক্যুইটি অ্যাগ্রো অর্গানিকার ইস্যু ব্যবস্থাপনার কাজ করছেন এবং ইউনুসের মালিকানাধীন ইউনুস পেপার মিলস অর্গানিকার ৩ লাখ ৬০ হাজার শেয়ার ধারণ করা সত্ত্বেও অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে। মোহাম্মদ ইউনুস শাহজালাল ইক্যুইটির প্রধান উপদেষ্টা এবং ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। যে গ্রুপের কোম্পানি ইউনুস পেপার মিলস।

তবে কিউআইও অনুমোদনের পরে সম্প্রতি ইউনুস পেপার মিলসের শেয়ার অন্যের কাছে দেখিয়েছে। অ্যাগ্রো অর্গানিকার কিউআইও অনুমোদনের পরে কোম্পানিটির প্রসপেক্টাস সংগ্রহ করা হয়েছে (সব প্রমাণ রয়েছে)। সেখানে শেয়ারহোল্ডার হিসেবে ইউনুস পেপার মিলসের নাম পাওয়া যায়। কিন্তু কিআইও বাতিল এড়াতে কোম্পানিটির মালিকানা থেকে সম্প্রতি ইউনুস পেপার মিলসের নাম সরিয়ে ফেলা হয়েছে। এটি করতে গিয়ে তারা কোয়ালিফাইড ইনভেস্টর রুলসও ভঙ্গ করেছে।

কোয়ালিফাইড ইনভেস্টর রুলস ৩ এর (ই)-তে বলা হয়েছে, আর্থিক হিসাব নিরীক্ষার পরে (যা প্রসপেক্টাসে যুক্ত করা হয়) পরিশোধিত মূলধনসহ কোন ম্যাটেরিয়াল পরিবর্তন করা যাবে না।

কিন্তু অ্যাগ্রো অর্গানিকায় প্রসপেক্টাসে ৪৫ পৃষ্টায় ১০৮ নম্বর সিরিয়ালের শেয়ারহোল্ডার বা মালিকানায় পরিবর্তন আনা হয়েছে। কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওযার পরে সম্প্রতি ৩ লাখ ৬০ হাজার শেয়ারধারী ইউনুস পেপার মিলসের পরিবর্তন এসেছে। তার জায়গায় নতুন শেয়ারহোল্ডার হিসেবে বেঙ্গল অ্যাসেট হোল্ডিংসকে দেখানো হয়েছে।

এই বিষয়ে জানতে অ্যাগ্রো অর্গানিকার প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ শরীফুল ইসলামের ব্যক্তিগত ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

শেয়ারনিউজ, ২৮ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে