ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার আসিফ নজরুল জানালেন আশার খবর

২০২৫ জুন ১৪ ১৪:৪০:২৮
এবার আসিফ নজরুল জানালেন আশার খবর

নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষকে আইনগত জটিলতা থেকে মুক্তি দিতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম এবং কার্যকারিতা আরও বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে। শনিবার (১৪ জুন) আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ, ২০২৫ এর প্রাথমিক খসড়ার ওপর একটি মতবিনিময় সভায় এ মন্তব্য করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রাজধানীর বেইলি রোডে অবস্থিত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন আইন উপদেষ্টা। এ সময় কিভাবে এই সহায়তা প্রদান করা হবে, তার পদ্ধতিগত দিকগুলো তুলে ধরেন সভায় অংশ নেওয়া আইনজীবী ও বিচারপতিরা।

এ সময় উপদেষ্টা বলেন, প্রতিবছর দেশের বিভিন্ন আদালতে ৫ লাখের বেশি মামলা হয়। তবে সরকারি আইনগত সহায়তা প্রতিষ্ঠানকে যদি দক্ষ করে গড়ে তোলা যায়, তবে মধ্যস্থতার মাধ্যমে ১ থেকে ২ লাখ মামলা আদালতের এক দশমাংশ সময়ের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে