ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জামায়াতের অংশগ্রহণ নিয়ে মুখ খুললেন প্রেস সচিব

২০২৫ জুন ১৭ ১৮:১২:৪১
জামায়াতের অংশগ্রহণ নিয়ে মুখ খুললেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আগামীকাল থেকে জামায়াতে ইসলামী যোগ দিবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা সম্পূর্ণ নিরপেক্ষে। জুলাই আন্দোলনে যারা অংশীদার আমরা সবার জন্য সমানভাবে কাজ করছি। আশা করছি আগামীকাল জামায়াত বৈঠকে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, যেসব সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা শেষ হয়নি- সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফত মজলিসসহ প্রায় ত্রিশটি দলের নেতারা। তবে দেখা যায়নি জামায়াতের কোনো নেতাকে।

রাজনৈতিক দলগুলো চাইলে আগামী শনিবার পর্যন্ত ধাপে ধাপে এ আলোচনা চলতে পারে বলে জানিয়েছে কমিশন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে