ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

জেলখানায় প্রতিদিন মাঠে নামেন দুই সাবেক এমপি

২০২৫ জুন ১৭ ১৯:৪৩:১২
জেলখানায় প্রতিদিন মাঠে নামেন দুই সাবেক এমপি

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হয়ে বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-২)-এ রয়েছেন বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি ও খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. সালাম মুর্শেদী। তার সঙ্গে একই কারাগারে রয়েছেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

কারাগারে থাকলেও ফুটবলের প্রতি তাদের আগ্রহে ভাটা পড়েনি। প্রতিদিন আসরের নামাজের পর কারাগারের মাঠে নিয়মিত ফুটবল ম্যাচে অংশ নিচ্ছেন তারা। দুটি দলে ভাগ হয়ে কয়েদিদের মধ্যে আয়োজিত এই খেলার নিয়মিত অংশীদার এই দুই সাবেক এমপি।

এক সময় বাফুফের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরব ভূমিকা রাখা ব্যারিস্টার সুমন নিজেও ফুটবল ফেডারেশনের নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই সূত্রে সালাম মুর্শেদীর একজন প্রতিদ্বন্দ্বী হিসেবেও তাকে দেখা হতো।

কারা সূত্রে জানা গেছে, খেলার সময় প্রায়ই তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। কখনও ইচ্ছাকৃতভাবে পায়ে মারাও চলে। একদিন খেলতে গিয়ে সালাম মুর্শেদী ব্যারিস্টার সুমনের পায়ে ফাউল করেন। তখন সুমন হেসে বলেন, “বুড়া বয়সের পা নিয়ে সাবধানে ফাউল কইরেন, না হলে হাড় ভেঙে যাবে।”

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫ আগস্ট সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হন তারা। বর্তমানে একাধিক মামলায় জামিনের আবেদন করা হলেও কোনোটিতেই আদালত থেকে জামিন মেলেনি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে