ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫
Sharenews24

‘ধন্যবাদ, ধন্যবাদ পাকিস্তান!’ 

২০২৫ জুন ১৭ ১৫:৪২:৪৪
‘ধন্যবাদ, ধন্যবাদ পাকিস্তান!’ 

নিজস্ব প্রতিবেদক: ‎‎ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পাশে থাকার জন্য পাকিস্তানের প্রতি প্রকাশ্য কৃতজ্ঞতা জানিয়েছে তেহরান। গতকাল সোমবার (১৬ জুন) ইরানের পার্লামেন্টে এক বিশেষ অধিবেশনে এমপিরা একযোগে স্লোগান তোলেন—‘ধন্যবাদ, ধন্যবাদ পাকিস্তান!’

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘আমরা সব ইসলামি জাতির প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি। যারা মনে করে, আমাদের বিজ্ঞানীদের হত্যা করে আমাদের পরমাণু সক্ষমতা ধ্বংস করা যাবে, তারা বিভ্রান্ত।’

তিনি বলেন, ‘পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার আমাদের বৈধ অধিকার। এই অধিকার থেকে ইরান একচুলও পিছু হটবে না।’

রাষ্ট্রপতির বক্তব্যে উত্তেজিত হয়ে ওঠে পুরো পার্লামেন্ট, যেখানে আইনপ্রণেতারা একসঙ্গে দাঁড়িয়ে পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বারবার স্লোগান দেন—‘ধন্যবাদ, ধন্যবাদ পাকিস্তান।’

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রতি সংহতি জানিয়ে বলেছিলেন, ‘এই সংকটময় সময়ে ইরানি জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে পাকিস্তান।’ তিনি একইসঙ্গে উত্তেজনা প্রশমনের আহ্বানও জানান।

পার্লামেন্ট অধিবেশনে শহীদ সেনা, কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের উদ্দেশে আবেগঘন শ্রদ্ধা জানানো হয়।

পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘এই মুহূর্ত পিছু হটার নয়, প্রতিরোধের সময়। বিশ্বকে জানতে হবে—ইরান কখনও নিজের সার্বভৌমত্ব নিয়ে আপস করবে না।’

তিনি ইসরায়েলি হামলাকে ‘বর্বরতা’ আখ্যা দিয়ে বলেন, ‘যারা আমাদের নাগরিকদের ওপর হামলা করেছে, তারা ইতিহাসে দায়ী থাকবে।’

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে