ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

নতুন করে সতর্কবার্তা দিল তিতাস গ্যাস 

২০২৫ জুন ১৪ ১৬:৫৪:৩১
নতুন করে সতর্কবার্তা দিল তিতাস গ্যাস 

নিজস্ব প্রতিবেদক: গ্যাসজনিত অগ্নি দুর্ঘটনা রোধে গ্রাহকদের প্রতি নতুন সতর্কবার্তা দিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১৪ জুন) তিতাস গ‍্যাসের ব‍্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের চুলা জ্বালানোর পূর্বে কমপক্ষে ২০ মিনিট রান্না ঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করুন। চুলার নব/বাটন/হুসপাইপ/পিতলের চাবি ইত্যাদিতে কোনো গ্যাস লিকেজ আছে কি না পরীক্ষা করুন। লিকেজ পরিলক্ষিত হলে রাইজারের চাবি বন্ধ করে দিন এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামতের ব্যবস্থা করুন।

এতে আরও বলা হয়, গ্যাসের লিকেজ/গ্যাসের গন্ধ পেলে এই নম্বরগুলোয় ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ ও কল সেন্টার : ১৬৪৯৬-এ যোগাযোগ করুন। গ্যাস ব্যবহারে সচেতন হোন, দুর্ঘটনার হাত থেকে নিরাপদ থাকুন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে