ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

গণতন্ত্রের চেয়ে ওষুধ আর টয়লেট বেশি জরুরি: পরিকল্পনামন্ত্রী

২০২৩ আগস্ট ২৭ ১৬:৩৬:০০
গণতন্ত্রের চেয়ে ওষুধ আর টয়লেট বেশি জরুরি: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষ এখন উন্নয়নে আগ্রহী। মানুষ এখন গণতন্ত্র নয়, তারা এখন উন্নয়ন চায়। আমাদের গণতন্ত্রের চেয়ে খাবারের ওষুধ আর টয়লেট বেশি জরুরি।

আজ রোববার (২৭ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সেভ দ্য চিলড্রেন আয়োজিত সূচনা প্রকল্পের চূড়ান্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে দরিদ্র মানুষ আছে, তবে এখন দিন দিন সেই সংখ্যা কমেছে। এখন কেউ না খেয়ে মারা যায় না। এক দশকে দারিদ্র অর্ধেকে নেমেছে।

তিনি জানান, ২০০১-১০ সালে দারিদ্রের হার ছিল ৪০-৪৫ শতাংশ, তা এখন কমে ১৮ শতাংশে নেমেছে। অতি দরিদ্রের হার নেমেছে চার শতাংশে। সরকার শহর-গ্রামে খাবার পানি, উন্নত শিক্ষার ব্যবস্থা করছে। আগের তুলনায় স্কুলে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

এম এ মান্নান বলেন, বৈষম্য বেড়েছে আমরা সেটা অস্বীকার করিনি। অস্বীকার করে আমরা পার পাবো না। যাদের কাছে সম্পদ আছে, অর্থ আছে, শিক্ষা আছে, মেধা আছে, যাদের যোগাযোগ শক্তিশালী তারা সম্পদ অর্জন করেছে। তারাই ওপরে উঠেছে, অধিক সম্পদশালী হয়েছে। যাদের কিছুই নেই, ভূমিহীন, ভিটাহীন, সংযোগহীন, যোগাযোগহীন তাদের সংখ্যা বেড়েছে। কিন্তু তারা কেউ না খেয়ে নেই।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের সরকার উদারনীতিতে বিশ্বাস করে। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে। সরকার সবার উন্নয়নের জন্য কাজ করে। দেশে আগের তুলনায় দারিদ্র্য অনেক কমেছে। সামনের দিনে আরও কমবে। ক্ষুধা ও দারিদ্র্য কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে মূল সূচনা কর্মসূচির চূড়ান্ত মূল্যায়নপত্র উপস্থাপন করেন ইনস্টিটিউট ডেভেলপমেন্ট স্টাডিজের ইঙ্কা বারনেট।

শেয়ারনিউজ, ২৭ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে