দেশে বন্ধ হয়ে যেতে পারে রেল চলাচল
নিজস্ব প্রতিবেদক : মূল বেতনের সঙ্গে চলমান ভাতা যোগ করে পেনশন ও গ্র্যাচুইটি প্রদান সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় রোববার (২৭ আগস্ট) মধ্যরাত থেকে ধর্মঘট করতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ অ্যান্ড লেবার এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এ কর্মসূচি ঘোষণা করেছে।
এর ফলে আজ রাত থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এ প্রসঙ্গে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন, রেলমন্ত্রী রানিং স্টাফদের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন, আমরা এটাই জানি। রবিবার রাত থেকে হরতাল হবে কিনা জানি না।
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা জানিয়েছেন, আইন অনুযায়ী, হেডকোয়ার্টারে ৮ ঘণ্টা ডিউটি শেষ করে ১২ ঘণ্টা বিশ্রাম নেওয়ার কথা। কিন্তু রেলওয়ের শ্রমিক সংকটের কারণে তারা ৭/৮ ঘণ্টা বিশ্রাম নিয়ে কাজে ফিরে যেতেন। রেলের কর্মচারীরা রেলের স্বার্থে কাজ করতে চান। কিন্তু রেলওয়ে তাদের স্বার্থ নিয়ে সিরিয়াস নয়। প্রতিবাদে নিজেদের অধিকার আদায়ে লড়তে যাচ্ছেন তারা।
জানা গেছে, নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ (চালক, সহকারী চালক, গার্ড, টিকিট চেকার) তার নির্ধারিত এলাকায় (হেডকোয়ার্টার) ১২ ঘণ্টা এবং ডিউটি শেষে এলাকার বাইরে থাকলে (আউটার স্টেশন) ৮ ঘণ্টা বিশ্রাম পান। ট্রেনের ভেতর রেলওয়ের স্বার্থে যদি একজন চলমান কর্মী তার বিশ্রামের সময়ও কাজ করতে নিযুক্ত থাকে তবে অতিরিক্ত ভাতা দেওয়া হয়। যা রেলওয়েতে 'মাইলেজ' সুবিধা হিসেবে পরিচিত।
২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় মাইলেজ সুবিধা সীমিত করার জন্য রেল মন্ত্রীকে চিঠি দেয়। চিঠিতে জানানো হয়, সীমাহীন মাইলেজ সুবিধা কমিয়ে সর্বোচ্চ ৩০ কার্যদিবস করতে হবে। এ ছাড়া বেসামরিক কর্মচারী হিসাবে চলমান কর্মীদের পেনশন এবং মহার্ঘ ভাতার সাথে মূল বেতনের সাথে প্রাপ্ত যে কোনও ভাতা বাদ দেওয়া হয়েছে। এরপরই ক্ষুব্ধ হন রানিং স্টাফরা।
মাইলেজ সুবিধা ফিরিয়ে আনার দাবিতে দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। তারা কয়েকবার ধর্মঘট ও অতিরিক্ত কাজ থেকে বিরত থাকে। তবে রেলের মহাপরিচালক, রেল সচিব, রেলমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে আসেন।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি জানিয়েছে, কর্মচারীদের অবসরোত্তর ৭৫ শতাংশ মাইলেজ মূল বেতনের সঙ্গে যোগ করে পেনশন নির্ধারণের বিধান প্রায় ১৬০ বছর ধরে চলমান ছিল। কিন্তু ২০২০ সালে রেলওয়ের কোডিফাইড রুল অমান্য করে রানিং স্টাফদের পার্ট অব পে হিসেবে গণ্য মাইলেজ, যা যুগ যুগ ধরে বেতন খাতের অংশ ছিল, সেখান থেকে সরিয়ে টিএ খাতে নেওয়ার ফলে জটিলতা তৈরি হয়। এরপর ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে আপত্তি জানায়।
বাংলাদেশ রেলওয়ে চলমান স্টাফ অ্যান্ড ওয়ার্কার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, অবসর গ্রহণের পর কর্মচারীদের মূল বেতনের সঙ্গে ৭৫ শতাংশ মাইলেজ যোগ করে পেনশন নির্ধারণের বিধান প্রায় ১৬০ বছর ধরে চলে আসছে। কিন্তু ২০২০ সালে রেলওয়ের কোডিফাইড রুল অমান্য করে রানিং স্টাফদের পার্ট অব পে হিসেবে গণ্য মাইলেজ, যা যুগ যুগ ধরে বেতন খাতের অংশ ছিল, সেখান থেকে সরিয়ে টিএ খাতে নেওয়ার ফলে জটিলতা তৈরি হয়।
এরপর ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে আপত্তি জানায়।
এরপর চলমান স্টাফরা রেলমন্ত্রী, রেল সচিবসহ রেলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বহুবার বৈঠক করে প্রাপ্যতার বিষয়ে আইনগত ভিত্তি ও যুক্তি তুলে ধরেন। রেল কর্তৃপক্ষ রানিং স্টাফদের দাবির যৌক্তিকতা অনুধাবন করে অর্থ মন্ত্রণালয়কে বারবার চিঠি দেন এবং প্রাপ্যতার বিষয়ে তাদের আশ্বস্ত করেন।
কর্মচারী সমিতি জানিয়েছে, গত বছরের ৪ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের একটি চিঠির পরিপ্রেক্ষিতে ওই বছরের ১০ এপ্রিল রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে অর্থ মন্ত্রণালয় ১৩ এপ্রিল চিঠিটি প্রত্যাহার করে নেয়। পরে রেলমন্ত্রী কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে এ সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। যার ধারাবাহিকতায় গত ১১ জুন রেলওয়ের মহাপরিচালক স্পষ্ট করে রানিং স্টাফদের মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু গত ১৮ জুন অর্থ মন্ত্রণালয়ের একটি কর্তৃপক্ষ এ বিষয়ে আবারও আপত্তি জানিয়েছে। ফলে চলমান স্টাফদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে গত ২০ আগস্ট রেলমন্ত্রী, সচিব এবং রেলওয়ে মহাপরিচালক আমাদের ডেকেছিলেন। আমাদের সব অঞ্চলের নেতাকর্মীরা সেদিন উপস্থিত হয়ে তাদের সঙ্গে বসে কথা বলেছি। কিন্তু রেলমন্ত্রী সেদিন আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারেননি। তিনি আমাদের হুমকি দিয়েছেন। আমরা তো নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি, আর এরই মধ্যে ওনাদের প্রায় সাড়ে তিন বছর সময় দেওয়া হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক বলেন, এটা নতুন কোনো বিষয় নয়, এটা ১৬০ বছর ধরে চলে আসছে। ১৬০ বছর ধরে চলে আসা একটা নিয়ম হুট করে বন্ধ করে দেবে, এটা তো রেলের কোনো স্টাফ মেনে নিতে পারে না। আমরা ওনাদের বারবার সময় দিয়েছি, বারবার আন্দোলন করেছি, বারবার প্রত্যাহার করেছি। কিন্তু এবার আর কোনো কিছু করার সুযোগ নেই। তিনি (রেলমন্ত্রী) যদি সেদিন ভালো ব্যবহার করে অন্তত সব নেতাদের বোঝাতে পারতেন, তাহলে একটা ব্যবস্থা হয়ত হতো। কিন্তু তিনি তা করেননি।
রানিং স্টাফদের এই কর্মবিরতিকে ‘অধিকার আদায়ের লড়াই’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলছি। আমাদের এবারের আন্দোলন অনির্দিষ্টকালের জন্য। আমরা তাদের সঙ্গে আর আলোচনায় যেতে রাজি নই। কারণ সর্বশেষ আলোচনাটা ফলপ্রসূ হয়নি। ২৮ তারিখ রাত ১২টা ১ মিনিট থেকে আমরা টানা কর্মবিরতি শুরু করব।
এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান গণমাধ্যমকে বলেন, রেলওয়ের রানিং স্টাফদের সঙ্গে মন্ত্রী মহোদয়ের মিটিং হয়েছে। তিনি স্টাফদের অনুরোধ করেছেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে। আমরাও এটাই জানি। আমরা এখনো তাদের সঙ্গে কথা বলছি।
শেয়ারনিউজ, ২৭ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’!
- শেয়ারবাজারের ৮ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে ৯১ কোটি টাকা জরিমানা
- এশিয়ার মধ্যে সবার পেছনে বাংলাদেশের শেয়ারবাজার
- টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট
- সঞ্চয়পত্রের সুদহার নিয়ে সরকারের নতুন নির্দেশনা
- সংবিধান সংস্কার: যেভাবে গঠিত হবে সংসদের উচ্চ ও নিম্নকক্ষ
- আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
- ফাইন ফুডসের ব্যবসায় ও মুনাফায় অডিটরের সন্দেহ
- হারবাল ডিভিশন চালু করবে নাভানা ফার্মা
- লিটন ও সাকিবের বাদ পড়া নিয়ে নান্নুর বিস্ফোরক মন্তব্য
- শামীমের দাবিতে তোলপাড়, ছাত্রদলের রাজনীতি নিয়ে নতুন বিতর্ক
- ফাইন ফুডসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- টিউলিপ সিদ্দিকের পদত্যাগ: লাউরির তদন্তে যা বলা হয়েছে
- ভোটার তালিকা হালনাগাদে ইমাম ও পুরোহিতদের ভূমিকা নিয়ে ইসির নির্দেশনা
- বাংলাদেশের সংবিধানে বড় সংস্কার: তিনটি মূলনীতি বাদ, নতুন চারটি প্রস্তাব
- বন্ধুদের কাছে ফিরে আবেগে আপ্লুত মির্জা ফখরুল, শৈশবের দুষ্টুমি স্মরণ
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা
- ‘আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে’ প্রসঙ্গের সত্যতা জানা গেল
- আজ যে খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল
- ছাগল মতিউরকে ধরেছে, খুঁজে খুঁজে সবাইকে ধরা হবে
- জাকারবার্গের ভুল তথ্য নিয়ে মেটার ক্ষমা প্রার্থনা
- আইএমএফ শর্ত পালনে ডলারের বাজার মূল্য নির্ধারণ
- ফেব্রুয়ারিতে ৬ সংস্কার প্রতিবেদন নিয়ে সরকারের রাজনৈতিক সংলাপ
- মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর
- প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে আরও সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- বাজারকে টেনে নামাল ৮ কোম্পানির শেয়ার
- যে শঙ্কায় পদত্যাগের পথে হাঁটলেন টিউলিপ সিদ্দিক
- সংবিধানে বড় পরিবর্তন: সরকারের সংস্কার পরিকল্পনায় ১৫টি গুরুত্বপূর্ণ সুপারিশ
- ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের বাজিমাত
- ১৫ জানুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বিনিয়োগকারীদের লোকসান বেড়েছে আরও ৩৪০০ কোটি টাকা
- ১৫ জানুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জানুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জানুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ঐতিহাসিক রায়
- ১ ফেব্রুয়ারি থেকে আমদানি-রপ্তানি পণ্যের খালাসে নতুন শর্ত
- মুচকি হেসে আদালত চত্বরে পলকের নতুন মন্তব্য
- ইনফ্লুয়েন্সার তনির স্বামী আর নেই
- ১৫ লাখ ১৫ হাজার শেয়ার কেনার ঘোষনা
- সংবিধান ও নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ, নারীদের জন্য নতুন সুযোগ
- সারজিস আলমের পাসপোর্ট জব্দের খবর গুজব, সেনাবাহিনী দিয়েছে বিবৃতি
- আগামী তিন দিনের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস
- সূচকের মিশ্র প্রবণতায় লেনদেনে ধীরগতি
- পদত্যাগের পর টিউলিপ সিদ্দিকের নতুন সুযোগ
- টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর এমা রেনল্ডসের ঝাঁকজমকপূর্ণ নিয়োগ
- টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি
- পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক
- সূচকের উত্থানে চলছে লেনদেন
- মালেক স্পিনিংয়ের বোর্ড সভার তারিখ ঘোষণা
- আজ থেকে ৩ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন
- বঙ্গবন্ধু সেতুর নামকরণ নিয়ে নাহিদ ইসলামের মন্তব্য , প্রকাশ্যে এলো আসল সত্য
- রাফির ব্যাংক অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেন
- যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা চেয়েও পাননি মোদি
- ‘জেড’ ক্যাটাগরির ৫ শেয়ারের বিনিয়োগকারীদের মাথায় হাত!
- ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে উধাও টাকা
- আজ থেকে ৩ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন
- প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে আরও সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- ফের জটিলতা, আটকে গেলো লেনদেন
- বিনিয়োগকারীদের বাজার বিমুখ হওয়ার ব্যাখ্যা দিল বিএসইসি
- শেয়ারবাজারের ছয় ব্যাংকের ভবিষ্যৎ ঝুঁকিতে: সিদ্ধান্ত আসবে শিগগিরই
- ১ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- বাংলাদেশের পোশাক শিল্পে ভারতের আক্রমণ: বড় বিপদের শঙ্কা
- অব্যবহৃত ডাটা গ্রাহকদের জন্য বড় সুখবর
- ফেসবুকে পোস্ট দিয়ে বরখাস্ত হলেন ১০ ক্যাডার কর্মকর্তা
- ব্যাংক-শেয়ারবাজারের জন্য নতুন সুবিধা দিলো কেন্দ্রীয় ব্যাংক