ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সাপ্তাহিক লেনদেনের ৩৪ শতাংশ ১০ কোম্পানির দখলে

২০২৩ আগস্ট ২৬ ১৪:৩২:৪৩
সাপ্তাহিক লেনদেনের ৩৪ শতাংশ ১০ কোম্পানির দখলে

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২০-২৫ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১৯০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার প্রায় ৩৪ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ৩৮২ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে মোট লেনদেনের ৩৪.২১ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফু ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৫ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৮৬০টি শেয়ার হাত বদলের মাধ্যমে ১৯৩ কোটি ৪৫ লাখ টাকায় লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৮.৮৩ শতাংশ।

এরপর সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- সী পার্লে রিসোর্টে ৪.৪৯ শতাংশ, রূপালি লাইফে ৪.১৭ শতাংশ, সোনালি পেপারে ৩.৭৪ শতাংশ, এমারেল্ড অয়েলে ৩.১৫ শতাংশ, জেমিনী সী ফুডে ২.৬৩ শতাংশ, লাফার্জহোলসিমে ২.০২ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজে ১.৮২ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজে ১.৬৮ শতাংশ ও খান ব্রাদার্সে ১.৬৭ শতাংশ লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২৬ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে