ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে নতুন দৃষ্টান্ত

২০২৩ আগস্ট ১৭ ১৮:২২:১৭
শেয়ারবাজারে নতুন দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক: টানা ৫ কর্মদিবস পতনের পর আজ বৃহস্পতিবার শেয়ারবাজার উত্থানে ফিরেছে। চলতি সপ্তাহের টানা তিন কর্মদিবসের পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৮৬ পয়েন্ট। বিপরীতে আজ ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৩৪ পয়েন্টের বেশি। এদিন ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়ার বিপরীতে কমেছে ৮টির। যে কারণে আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকা অপূর্ণই থেকেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রতিদিন লেনদেন শেষে ডিএসই সর্বোচ্চ দর বৃদ্ধি ও সর্বোচ্চ দর পতনের ১০টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে। কিন্তু আজ পতনের তালিকায় স্থান পেয়েছে ৮টি কোম্পানির শেয়ার। বিনিয়োগকারীরা বলছেন, দীর্ঘদিন পর তারা এই রমক একটি নতুন দৃষ্টান্ত দেখল।

তারপরও বিনিয়োগকারীরা হতাশার সুরে বলছে, আজ যেভাবে শেয়ারবাজারে উত্থান হয়েছে, এই রকম যদি আর ১০ দিন বাড়ে তাহলেই কেবল স্বস্তির সাথে শেয়ার বিক্রি করতে পারবে। কারণ তাদের বেশিরভাগ শেয়ারেই এখনো ৩৫-৪০ শতাংশ বিনিয়োগ উধাও হয়ে গেছে।

সপ্তাহের শেষ কর্মদিবসে আজ পতনের তালিকায় উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি, এমবি ফার্মা, ইউনিয়ন ইন্সুরেন্স, রতনপুর স্টিল, মেঘনা পেট্রোলিয়াম, কোহিনুর কেমিক্যালে, ইউনিলিভার কনজুমার কেয়ার ও রেকিট বেনকিজার।

এদিন ন্যাশনাল টি কোম্পানির দর কমেছে ২.৮৫ শতাংশ, এমবি ফার্মার ১.৪৮ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ০.৭১ শতাংশ, রতনপুর স্টিলের ০.৫৪ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ০.২৪ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ০..০৬ শতাংশ, ইউনিলিভার কনজুমারের ০.০২ শতাংশ এবং রেকিট বেনকিজারের ০.০২ শতাংশ।

কোম্পানিগুলোর মধ্যে গত কয়েক দিনে এমবি ফার্মাসহ কয়েকটি কোম্পানির শেয়ার দর ইতিবাচক ধারায় ছিল। আজ বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ার থেকে মুনাফা তুলেছে। যে কারণে উত্থানের দিনেও কোম্পানিগুলোর শেয়ার দর সংশোধন প্রবণতা ছিল।

শেয়ারনিউজ, ১৭ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে