ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশে গিয়ে ভোট দিক’—মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড় ভারত

২০২৬ জানুয়ারি ৩১ ১৭:২৬:০২
বাংলাদেশে গিয়ে ভোট দিক’—মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড় ভারত

নিজস্ব প্রতিবেদক : আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার এক বিতর্কিত মন্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনুপ্রবেশকারীদের আসামে নয়, বাংলাদেশে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানোয় তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে আসাম প্রদেশ কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে বসিয়ে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হেমন্ত বিশ্বশর্মা অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি পুনরায় দাবি করেন, আসাম থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে এবং রাজ্যের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না।

বিতর্কের সূত্রপাত ঘটে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি)। সেদিন আসামের তিনসুকিয়ায় এক সরকারি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘মিঞা সম্প্রদায়কে কষ্টে রাখাই তার কাজ’। একই সঙ্গে তিনি দাবি করেন, ভোটার তালিকার ‘বিশেষ সংশোধন’ বা এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ায় প্রায় ৪ থেকে ৫ লাখ ‘মিঞা’ ভোটারের নাম বাদ পড়তে পারে।

এ সময় মুখ্যমন্ত্রী আরও বলেন,“মাথার ঘাম পায়ে ফেলে আমরা রাজ্যের নিরাপত্তা দিয়ে আসছি। এখানে অবৈধ বাংলাদেশিদের কোনো স্থান নেই। মিঞা মুসলিমরা বাংলাদেশে গিয়ে ভোট দিক।”

এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) নেতা বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ইসলাম ও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি অপমানজনক বলে উল্লেখ করে বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

তবে সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন বিজেপি নেতা হেমন্ত বিশ্বশর্মা। তিনি দাবি করেন, এটি তার ব্যক্তিগত বক্তব্য নয়; বরং ভারতের সুপ্রিম কোর্টের অতীতের কিছু পর্যবেক্ষণের প্রতিফলন। আদালতও দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে