ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

প্রবাসী পরিবারদের জন্য সুখবর: চলতি বছরে বড় পরিবর্তন

২০২৬ জানুয়ারি ২৮ ১১:৫৩:২৮
প্রবাসী পরিবারদের জন্য সুখবর: চলতি বছরে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর থেকেই ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে। এসব পরিবর্তন মূলত নাগরিকত্ব আইন, কাজের ভিসা ও বৈধ অভিবাসন, আশ্রয় (Asylum) ব্যবস্থা এবং ডিজিটাল বর্ডার নিয়ন্ত্রণ—এই চারটি বড় খাতে প্রভাব ফেলবে। যারা ইতালিতে যেতে চান, বর্তমানে বসবাস করছেন বা ভবিষ্যতে নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এসব পরিবর্তন জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নাগরিকত্ব আইন নিয়ে ইতালিতে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। বিশেষ করে বংশসূত্রে নাগরিকত্ব (Citizenship by descent) এবং দীর্ঘদিন বসবাসের পর নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে নিয়ম আরও কঠিন হয়। এসব বিধিনিষেধের বিরুদ্ধে বিভিন্ন আইনি চ্যালেঞ্জ চলমান রয়েছে। চলতি বছর ইতালির সাংবিধানিক আদালত এ বিষয়ে চূড়ান্ত রায় দিতে পারে। আদালত যদি মনে করে যে আগের কিছু বিধিনিষেধ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তাহলে সেগুলো বাতিল হতে পারে। সে ক্ষেত্রে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া ভবিষ্যতে কিছুটা সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিদেশে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্ব ঘোষণার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। ইতালিয়ান নাগরিক বাবা-মার বিদেশে জন্ম নেওয়া সন্তানের নাগরিকত্ব ঘোষণা করার সময়সীমা আগের এক বছরের পরিবর্তে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। একই সঙ্গে এ সংক্রান্ত আবেদনের জন্য যে ফি দিতে হতো, তা বাতিল করা হয়েছে। প্রবাসী ইতালিয়ান পরিবারগুলোর জন্য এ পরিবর্তনকে বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

কাজের ভিসা ও বৈধ শ্রমিক আনার ক্ষেত্রেও নতুন পরিকল্পনা নিয়েছে ইতালি। দেশটিতে কৃষি, নির্মাণ, হোটেল-রেস্টুরেন্ট, কেয়ার সেক্টর এবং শিল্প খাতে দীর্ঘদিন ধরে শ্রমিক সংকট রয়েছে। এই সংকট মোকাবিলায় ইতালি ২০২৮ সাল পর্যন্ত লক্ষাধিক বিদেশি শ্রমিককে বৈধভাবে কাজের ভিসা দেওয়ার পরিকল্পনা করেছে। এর মাধ্যমে অবৈধ কাজ কমানো, অর্থনীতি শক্তিশালী করা এবং অভিবাসন ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। ফলে বৈধভাবে কাজের ভিসার মাধ্যমে ইতালি যেতে আগ্রহীদের জন্য সুযোগ বাড়তে পারে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের নতুন আশ্রয় ও শরণার্থী নীতিমালা চলতি বছর থেকে পুরোপুরি কার্যকর হচ্ছে। এই আইনের আওতায় আশ্রয় আবেদন দ্রুত যাচাই করা হবে এবং আবেদন প্রত্যাখ্যাত হলে দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বর্ডার কন্ট্রোল আরও শক্তিশালী করা হবে। এতে আশ্রয়প্রার্থীদের জন্য নিয়ম আরও কঠোর হবে এবং দীর্ঘদিন অনিশ্চয়তায় থাকার সুযোগ কমে যাবে।

এ ছাড়া ইতালি ও পুরো ইউরোপীয় ইউনিয়নে নতুন ডিজিটাল বর্ডার কন্ট্রোল ব্যবস্থা চালু হচ্ছে। এই ব্যবস্থায় ভিসা, প্রবেশ ও প্রস্থান তথ্য, ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য একত্রে সংরক্ষণ করা হবে। ফলে অবৈধ প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান এবং জাল কাগজ ব্যবহার করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে।

সব মিলিয়ে বলা যায়, ইতালি একদিকে যেমন বৈধ অভিবাসন ও শ্রমিকদের জন্য সুযোগ বাড়াতে চাইছে, অন্যদিকে অবৈধ প্রবেশ ও আশ্রয় ব্যবস্থাকে আরও কড়াকড়ির মধ্যে আনছে। যারা ইতালিতে ভবিষ্যৎ পরিকল্পনা করছেন, তাদের জন্য এখন থেকেই সঠিক তথ্য জেনে প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে