ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

১১৫ বছরে প্রথমবার দলিল ব্যবস্থায় বড় পরিবর্তন

২০২৬ জানুয়ারি ২৭ ১৩:১৯:৩০
১১৫ বছরে প্রথমবার দলিল ব্যবস্থায় বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : জমি রেজিস্ট্রির পর দলিলের মূল কপি ও নকল সংগ্রহে আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই দলিল সরবরাহ করা হবে। সেবাপ্রার্থী চাইলে নির্দিষ্ট একটি মোবাইল নম্বরে ফোন করে দলিলের বর্তমান অবস্থা এবং সরবরাহের সম্ভাব্য সময় জানতে পারবেন।

জমি রেজিস্ট্রেশনের ১১৫ বছরের ইতিহাসে এই প্রথম এমন সেবাভিত্তিক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা জেলার সব সাব-রেজিস্ট্রি অফিসে এ কার্যক্রম চালু করা হয়েছে।

ঢাকা জেলা সাব-রেজিস্ট্রার অহিদুল ইসলাম সোমবার গণমাধ্যমকে জানান, জমি রেজিস্ট্রির পর সেবাপ্রার্থীকে দেওয়া রসিদে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর সিল দিয়ে উল্লেখ করা হচ্ছে। ওই নম্বরে যোগাযোগ করলে দলিল প্রস্তুতির অগ্রগতি জানা যাবে। ভবিষ্যতে গ্রহীতার মোবাইল নম্বর সংরক্ষণ করা হবে এবং দলিল প্রস্তুত হলে প্রথমে এসএমএস পাঠানো হবে, পরে ফোন করে সরবরাহের নির্দিষ্ট তারিখ জানানো হবে।

তিনি জানান, দ্বিতীয় ধাপে আগামী বছরের ১ জানুয়ারি থেকে এ কার্যক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এ উদ্দেশ্যে ঢাকা জেলা রেজিস্ট্রারের কার্যালয়সহ জেলার অন্তর্ভুক্ত ২৩টি সাব-রেজিস্ট্রি অফিসে কোন কর্মকর্তা বা কর্মচারী ফোন রিসিভ করবেন, সে বিষয়ে নাম, পদবি ও মোবাইল নম্বর উল্লেখ করে নির্দেশনাপত্র জারি করা হয়েছে।

অহিদুল ইসলাম আরও বলেন, জানুয়ারি থেকে দলিল রেজিস্ট্রির ফরম্যাটে ভোটার আইডি নম্বরের নিচে গ্রহীতার মোবাইল নম্বর যুক্ত করা হবে। তবে কেউ ব্যক্তিগত গোপনীয়তার কারণে নম্বর দিতে না চাইলে সেখানে ‘দিতে আগ্রহী নন’ উল্লেখ করার সুযোগ থাকবে।

সূত্র জানায়, ১৯০৮ সালে দলিল নিবন্ধন প্রথা চালু হলেও দীর্ঘদিন ধরে এই খাতে হয়রানি ও জটিলতার অভিযোগ ছিল। সেবার মান উন্নয়নে এরই মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে হেল্প ডেস্ক চালু, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং নিয়মিত গণশুনানির আয়োজন করা হয়েছে।

এ ছাড়া জেলা সাব-রেজিস্ট্রার সপ্তাহে অন্তত তিন দিন আকস্মিক পরিদর্শনে বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে যাচ্ছেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিচ্ছেন।

পুরোনো দলিল সংরক্ষণের জন্য ভবন সম্প্রসারণের অনুমোদন পাওয়া গেছে বলেও জানান তিনি। পাশাপাশি বালাম বই স্ক্যান করে ডিজিটাল সংরক্ষণের জন্য পৃথক প্রকল্প নেওয়ার উদ্যোগ চলছে।

অহিদুল ইসলাম বলেন, এখনো শতভাগ প্রত্যাশিত সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে সাব-রেজিস্ট্রি অফিস নিয়ে দীর্ঘদিনের নেতিবাচক ধারণা পরিবর্তনে কাজ চলছে এবং ধীরে হলেও পরিবর্তন শুরু হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে