ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে বয়কটের আহ্বান ফিফার সাবেক প্রেসিডেন্টের

২০২৬ জানুয়ারি ২৭ ২১:১৫:৩০
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে বয়কটের আহ্বান ফিফার সাবেক প্রেসিডেন্টের

ক্রীড়া প্রতিবেদক: আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে নতুন করে বিতর্কের আগুন উসকে দিলেন সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই আসর থেকে ফুটবল সমর্থকদের দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। মূলত স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অভিবাসন নীতিকে কেন্দ্র করে তিনি এই বয়কটের ডাক দিয়েছেন।

সাবেক এই ফিফা প্রধান তাঁর এই অবস্থানের পেছনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংক্রান্ত কঠোর নীতিমালা ও রাজনৈতিক আচরণকে দায়ী করেছেন। সম্প্রতি দুর্নীতিবিরোধী সুইস আইনজীবী মার্ক পিয়েথ এক সাক্ষাৎকারে সমর্থকদের যুক্তরাষ্ট্র ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন। পিয়েথের সেই কঠোর বক্তব্যকে সমর্থন জানিয়ে ব্লাটার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন।

আইনজীবী মার্ক পিয়েথ সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ‘দার বান্ড’-কে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দেশটিতে অভিবাসন সংস্থার অত্যাচার এবং রাজনৈতিক বিরোধীদের প্রতি অসহিষ্ণুতা সমর্থকদের জন্য মোটেও ইতিবাচক পরিবেশ তৈরি করছে না। সমর্থকদের প্রতি তাঁর স্পষ্ট বার্তা হলো—মাঠে যাওয়ার চেয়ে টেলিভিশনে খেলা দেখা অনেক বেশি নিরাপদ। তিনি আরও সতর্ক করে বলেন যে, কোনো কারণে কর্তৃপক্ষ অসন্তুষ্ট হলে সমর্থকদের তাৎক্ষণিক দেশে ফেরত পাঠানো হতে পারে।

পিয়েথের এই যুক্তিকে অত্যন্ত 'যৌক্তিক' বলে অভিহিত করেছেন সেপ ব্লাটার। তিনি সমর্থকদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে লিখেছেন, ২০২৬ বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখাই হবে বুদ্ধিমানের কাজ। ব্লাটারের এমন মন্তব্য ফুটবল বিশ্বে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে, বিশেষ করে যখন স্বাগতিক দেশগুলো বড় ধরণের বাণিজ্যিক সফলতার স্বপ্ন দেখছে।

বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে এমন বয়কটের ডাক আয়োজকদের জন্য বড় ধরণের আর্থিক ঝুঁকির কারণ হতে পারে। বর্তমান অর্থবছরে ক্রীড়া পর্যটন থেকে যে বিশাল আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তাতে এই নেতিবাচক প্রচার প্রভাব ফেলতে পারে। বিশেষ করে স্পন্সরশিপ এবং পর্যটন খাতে ক্যাশ প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্রীড়া সরঞ্জাম ও পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে