ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

আয় নিয়ে বিতর্কে মুখ খুললেন মির্জা আব্বাস

২০২৬ জানুয়ারি ২৬ ১৭:০৯:৫৫
আয় নিয়ে বিতর্কে মুখ খুললেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার আয়-রোজগার নিয়ে প্রশ্নকারীদের জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গিয়ে খোঁজ নেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেন, “আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাবেন না। আমি কখনও চুরি করিনি, ডাকাতিও করিনি।”

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আসন্ন জাতীয় নির্বাচনে তার বিজয় নিশ্চিত করতে কোনো সমস্যা হবে না। তিনি অভিযোগ করেন, কিছু মানুষ প্রতিদিন সকাল থেকেই তাকে নিয়ে অপপ্রচার শুরু করে।

তিনি বলেন, “আমি রাজপথে আওয়ামী লীগের সঙ্গে লড়াই করেছি, গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে কথা বলেছি। দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়ে আজ আমরা এখানে এসেছি। কিন্তু এখন কিছু ছেলেপেলে দাবি করছে তারাই সব করেছে। যেই ক্ষমতায় আসুক না কেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করলে দেশের উন্নয়ন সম্ভব নয়।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। “ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোট কারচুপি ছাড়া আমরা নির্বাচন চাই। যার ভোট, সে যাকে খুশি তাকে দেবে—এই নীতিতে আমরা বিশ্বাসী,” বলেন তিনি।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি দল মনে করছে দেশটি তাদের একক মালিকানায় চলে গেছে। “কেউ কেউ বলছে বিএনপিকে একটি সিটও দেওয়া হবে না। আমি জানতে চাই—সিট দেওয়ার মালিক কে? দেশ কি তোমরা ইজারা নিয়েছ? সিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ,”—বলেন মির্জা আব্বাস।

আয় নিয়ে পুনরায় চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডে গিয়ে আমার আয়ের হিসাব দেখুন। আমি কখনও অবৈধ পথে উপার্জন করিনি।”

তিনি আরও বলেন, এটি একটি বহুল প্রতীক্ষিত নির্বাচন। ভোট আদায়ের জন্য যেমন লড়াই হয়েছে, তেমনি ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্যও আরেকটি লড়াই করতে হবে। “ভোট ইঞ্জিনিয়ারিং যারা করছে, তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণকে ভোট প্রয়োগ করতে হবে,” বলেন তিনি।সরকারের ভেতরে এখনও একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে