ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের নজর কাড়ল সাতটি শেয়ার

২০২৬ জানুয়ারি ১৫ ১৬:১১:২৫
সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের নজর কাড়ল সাতটি শেয়ার

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে (১১–১৫ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে উত্থান ও পতনের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়েছে। আলোচ্য সপ্তাহে পাঁচটি কর্মদিবসের মধ্যে তিন দিন সূচক কমলেও বাকি দুই দিন বাজারে উত্থান দেখা গেছে। এই অস্থিরতার মাঝেও সাতটি কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা ১০ শতাংশের বেশি মুনাফা অর্জন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।

এই সাতটি কোম্পানি হলো—পিপলস লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, বিডি ওয়েল্ডিং, মাইডাস ফাইন্যান্স, এপেক্স ট্যানারি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং এপেক্স স্পিনিং।

সপ্তাহজুড়ে সর্বোচ্চ দর বৃদ্ধি দেখা গেছে পিপলস লিজিংয়ের শেয়ারে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ১৪ পয়সা বা ৩৩.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬ পয়সায়। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৮ পয়সা থেকে সর্বোচ্চ ৫৬ পয়সার মধ্যে ওঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি হয়েছে ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারে। চলতি সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ২০ শতাংশ বেড়ে ২ টাকা ৪০ পয়সায় পৌঁছেছে। এ সময় শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সার মধ্যে লেনদেন হয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে বিডি ওয়েল্ডিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ১৮.৩৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৪০ পয়সায়। এই সময়ে শেয়ারটির দর ১৪ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ১৭ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

এছাড়া অন্যান্য কোম্পানির মধ্যে মাইডাস ফাইন্যান্সের শেয়ার দর ৭০ পয়সা বা ১৬.২৮ শতাংশ, এপেক্স ট্যানারির দর ৭ টাকা ৩০ পয়সা বা ১২.৫৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দর ৭ টাকা ৪০ পয়সা বা ১২.০৫ শতাংশ এবং এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর ২১ টাকা ৩০ পয়সা বা ১১.৭২ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে