ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দুই করপোরেট পরিচালকের ৪ লাখ শেয়ার কেনার ঘোষণা

২০২৫ ডিসেম্বর ৩০ ১৪:৪৮:০৫
দুই করপোরেট পরিচালকের ৪ লাখ শেয়ার কেনার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইল লিমিটেডের দুই করপোরেট পরিচালক বড় অংকের শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দুই করপোরেট পরিচালক সম্মিলিতভাবে কোম্পানিটির ৪ লাখ ২ হাজার শেয়ার বাজার থেকে কিনবেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, এনভয় টেক্সটাইলসের করপোরেট পরিচালক কসমোপলিটান ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড কোম্পানিটির ১ লাখ ৮০ হাজার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছে। এই করপোরেট পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার দরে পাবলিক মার্কেট থেকে এই শেয়ার ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করবে।

একই দিনে অপর এক ঘোষণায় কোম্পানিটির আরেক করপোরেট পরিচালক এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড আরও ২ লাখ ২২ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। তারাও আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটের মাধ্যমে বর্তমান বাজার মূল্যে শেয়ারগুলো সংগ্রহ করবে।

বাজার বিশ্লেষকদের মতে, যখন কোনো কোম্পানির করপোরেট পরিচালক বা উদ্যোক্তারা পাবলিক মার্কেট থেকে শেয়ার কেনেন, তখন তা কোম্পানির বর্তমান ব্যবসায়িক অবস্থা ও ভবিষ্যতের ওপর তাদের সুদৃঢ় আস্থার প্রমাণ দেয়। একই দিনে দুই করপোরেট পরিচালকের এই বড় অংকের ক্রয় ঘোষণা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা দেবে এবং শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়ে তুলবে।

নির্ধারিত ৩০ কার্যদিবসের মধ্যে এই লেনদেনগুলো সম্পন্ন হওয়ার পর ডিএসইর মাধ্যমে পুনরায় তা বিনিয়োগকারীদের অবহিত করা হবে। বর্তমানে এনভয় টেক্সটাইলসের শেয়ার দর এবং কোম্পানির ডিভিডেন্ড প্রদানের সক্ষমতা বিবেচনায় নিয়ে এই বড় অংকের বিনিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে